ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউজারের মন্তব্যে ক্ষমা চাইল আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬

বাউজারের মন্তব্যে ক্ষমা চাইল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির যতœ নেয় না বার্সিলোনা। এর ফলেই ইনজুরিতে পড়ছেন লিওনেল মেসিÑ দুইদিন আগে স্প্যানিশ ক্লাব বার্সিলোনার বিরুদ্ধে এমন অভিযোগই তোলেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। এরপরই তোলপাড় শুরু হয়ে যায় ফুটবল দুনিয়ায়! তবে পরিস্থিতি বুঝতে পেরে জল ঘোলাটে হওয়ার আগেই সমালোচনার ঘটনায় কাতালান ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। বুধবার নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে এ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় বার্সিলোনা। আর এই ম্যাচের দ্বিতীয়ার্ধেই ইনজুরির কবলে পড়েন দলের সেরা তারকা লিওনেল মেসি। এর ফলে মাঠ ছাড়তে বাধ্য হন এলএম টেন। লিওনেল মেসির অনুপস্থিতিতে শেষ পর্যন্ত এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। ম্যাচের শেষে পরীক্ষা-নিরীক্ষা করে স্প্যানিশ ক্লাবটি জানায়, ২৯ বছর বয়সী মেসির ইনজুরি গুরুতর। কুচকির মাংসপেশি ছিঁড়ে গেছে তার। যে কারণে আগামী তিন সপ্তাহ অন্তত কোন ধরনের ম্যাচে খেলতে পারবেন না পাঁচবারের বর্ষসেরা এই তারকা ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার আগেও একই রকম ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। আগামী মাসে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। অথচ তার আগেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে এই দুটি ম্যাচে মেসির খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। তাই হতাশা ও ক্ষোভ থেকেই আর্জেন্টিনার নবনিযুক্ত কোচ বাউজা অভিযোগ তোলেন বার্সার কোচ লুইস এনরিকের বিপক্ষে। তিনি নাকি মেসির সঠিক পরিচর্যা করছেন না। বাউজার এই মন্তব্যে দুইপক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। তবে বিষয়টি যাতে আর এগুতে না পারে তার উদ্যোগ নিয়েছে এএফএ। পরিস্থিতি ঠা-া করার জন্য আর্জেন্টিনা কর্তৃপক্ষ ন্যু-ক্যাম্পের কর্মকর্তাদের বরাবরে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বার্সিলোনার মুখপাত্র জোসেপ ভিভেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লিওনেল মেসির চোট সম্পর্কে তাদের কোচ যে মন্তব্য করেছে তার জন্য ক্ষমা চাইতে এএফএ বার্সিলোনার সঙ্গে যোগাযোগ করেছে। মেসি যাতে দ্রুত সেরে উঠতে পারে সেটি নিয়ে আমরা কাজ করতে চাই।’ এশিয়ান বিচ গেমস থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান বিচ গেমসে শুরুটা ভাল হয়নি বাংলাদেশ মহিলা কাবাডি দলের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে তারা হারে ৫২-২৮ পয়েন্টে। বাংলাদেশ দল আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে। ভিয়েতনামের ডা নাংয়ে অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান বিচ গেমসের এ আসরে এ্যাথলেটিক্স, বাস্কেটবল ও ভলিবলে পুরুষদের ইভেন্টে এবং কাবাডি ও হ্যান্ডবলে মহিলাদের ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। ওয়ালটন বিচ শরীর গঠন শুরু স্পোর্টস রিপোর্টার ॥ কক্সবাজারের লাবণী পয়েন্টে শুরু হয়েছে ‘ওয়ালটন বিচ শরীর গঠন প্রতিযোগিতা।’ শুক্রবার প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের ওজন গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হলেও শনিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এবারের প্রতিযোগিতার ছয়টি ওজন শ্রেণীতে ২৯ ক্লাব ও সংস্থার ৫৯ খেলোয়াড় অংশ নিয়েছে। প্রত্যেক ওজন শ্রেণীর প্রথমস্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা। দ্বিতীয়স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ৩ হাজার টাকা। তৃতীয়স্থান অধিকারী পাবেন মেডেল, সনদপত্র ও ২ হাজার টাকা। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারীরা পাবেন সনদপত্র।
×