ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিপা মিডলটনের মোবাইল হ্যাকড

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

পিপা মিডলটনের মোবাইল হ্যাকড

ক্যাথেরিন অব ডাচেস কেট মিডলটনের বোন পিপা মিডলটনের মোবাইল ফোন হ্যাক হয়েছে। এ্যাপলের সুরক্ষিত আইক্লাউড সার্ভার থেকে পিপার ফোনে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ও ছবি চুরি হয়ে গেছে। এ বিষয়ে এখন পুলিশী তদন্ত শুরু হয়েছে বলে ব্রিটেনের সান সাময়িকী জানিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম ও কেটের ছবিসহ প্রায় তিন হাজার ছবি হ্যাক হয়ে গেছে। অজ্ঞাতনামা কোন হ্যাকার ছবিগুলো চুরি করে নিয়ে হোয়াটসএ্যাপের মাধ্যমে তা গোপনে বিক্রি করে দিতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ বছর মাসে হেজ ফান্ড ম্যানেজার জেমস ম্যাথিউসের সঙ্গে পিপার বাগদান সম্পন্ন হয়েছে। আগামী বছর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। পিপা ছাড়াও এ্যাপলের সার্ভার থেকে অভিনেত্রী জেনিফার লরেন্স ও সঙ্গীতশিল্পী রিয়ান্নার মতো হাই প্রোফাইল ব্যক্তিদের আইক্লাউড এ্যাকাউন্ট ইতোপূর্বে হ্যাক হয়েছে। সার্ভারের নিরপত্তা বাড়ানোর জন্য ২০১৪ সালে এ্যাপল দ্বিস্তরবিশিষ্ট ভেরিফিকেশন পদ্ধাতি চালু করেছিল। -বিবিসি
×