ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর পরিস্থিতির প্রতিক্রিয়ায় উরি হামলা ॥ নওয়াজ

প্রকাশিত: ০৫:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীর পরিস্থিতির প্রতিক্রিয়ায় উরি হামলা ॥ নওয়াজ

এবার উরি হামলাকে খোলাখুলি সমর্থন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং এক্ষেত্রে আবারও হাতিয়ার করলেন কাশ্মীরকেই। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখে নওয়াজের দাবি, উরি হামলা কাশ্মীরে নির্যাতনের প্রতিক্রিয়া হতে পারে। গত দু’মাসে কাশ্মীরে যারা নিহত হয়েছে, অন্ধ হয়ে গেছে, আহত বা অত্যাচারিত হয়েছে, তাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরাও আহত এবং অত্যাচারিত। উরিতে হামলার পর কোন তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ করেন নওয়াজ। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে ভারত। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে পাকিস্তানে ফেরার পথে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় নওয়াজকে। তার অভিযোগ, গোটা বিশ্ব জানে কিভাবে ভারত কাশ্মীরে অত্যাচার চালিয়েছে, যার জেরে ১০৮ জনের মৃত্যু হয়েছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে কাশ্মীরে নিজেদের ভূমিকা নিয়ে আগে ভাবুক ভারত। কাশ্মীরিদের ‘হত্যা’ নিয়ে দিল্লীর তদন্ত করা উচিত। কাশ্মীর সমস্যার সমাধান না হলে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি অধরা থেকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। ১৮ সেপ্টেম্বর ভোরে গ্রেনেড ও বন্দুক নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায় কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে। ওই হামলায় নিহত হন ১৮ জন সেনা। আনন্দবাজার পত্রিকা পাক এফ-১৬ বিমানের চেয়ে রাফেলে বেশি সুবিধা পাবে ভারত ফরাসী জঙ্গী বিমান রাফেল ভারতকেই রণক্ষেত্রে পাকিস্তানের এফ-১৬ বিমানের তুলনায় শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। ভারত প্রথম রাফেলটি পাবে তিন বছরের ভিতর এবং ৩৬টির মধ্যে সবগুলো পাবে ২০২২ সালের প্রথম দিকের মধ্যে। এ বিষয়ে ভারত ও ফ্রান্স শুক্রবার ৭ শ’ ৮৭ কোটি ডলারের একটি চুক্তি সই করে। রাফেল অত্যাধুুনিক ১৫০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিটিয়র ক্ষেপণাস্ত্র সজ্জিত হওয়ায় এটি যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের এফ-১৬ জেটগুলোর তুলনায় স্পষ্টত বেশি সুবিধাজনক হবে। রাফেল বিমান না পাওয়া পর্যন্ত কোন সংঘর্ষের ক্ষেত্রে ভারতকে পাকিস্তানের প্রতিটি এফ-১৬ বিমানের মোকাবেলা করতে দুটি সুখোই এমকেআই বিমান মোতায়েন করতে হবে। কারণ এফ-১৬ বিমানে ৮০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রসহ উৎকৃষ্টতর অস্ত্র রয়েছে। কিন্তু একবার রাফেল ভারতের বিমান বাহিনীতে যুক্ত করা হলে পাকিস্তানকে প্রতিটি রাফেলের জন্য দুটি এফ-১৬ মোতায়েন করতে হবে। এছাড়া রাফেল নিশ্চিতভাবেই ভারতীয় বিমান বাহিনীর জন্য এক শক্তিশালী হাতিয়ার হবে, কারণ এটি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। -টাইমস অব ইন্ডিয়া
×