ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে টিএসপি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে টিএসপি  কারখানার গুদামে  অগ্নিকাণ্ড ॥ আতঙ্ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পতেঙ্গা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার গুদামে সংঘটিত এক অগ্নিকা-ে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য কম হলেও বৃহস্পতিবার রাতের এ ঘটনায় উৎকণ্ঠিত ছিল ওই এলাকার জনসাধারণ। কেননা, মাসখানেক আগে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিল শত শত মানুষ। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় রাতের মধ্যেই টিএসপি গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানা যায়, টিএসপির দুই নম্বর গুদামে এই আগুনে পুড়েছে কিছু রক সালফেট ও যন্ত্রাংশ। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাত এগারটার দিকে ধোঁয়া বেরুতে শুরু করে গুদাম থেকে। আকাশে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে আটটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। রাত দেড়টার দিকে ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুরোপুরি আগুন নেভাতে ভোর ৫টা গড়িয়ে যায়। বরিশালে ৩৪ আড়ত ভস্মীভূত স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর ইলিশ মোকাম ও দফতরখানায় পৃথক অগ্নিকা-ে ৩৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। পোর্ট রোড ইলিশ মোকামের ১৬টি আড়ত ও ৩টি গরু এবং দফতরখানার ১৮টি কাঠের আড়ত সস্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৃথক এ অগ্নিকা-ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে পোর্ট রোডের একটি আড়তে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আড়তগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মী চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৬টি মাছের আড়ত এবং আড়তে বেঁধে রাখা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে একইদিন রাত পৌনে চারটার দিকে নগরীর দফতরখানা কাঠের গোলা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুনে ১৮টি কাঠের আড়ত পুড়ে গেছে। এতেও প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ভোর চারটার দিকে তাদের চারটি ইউনিটের কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শুক্রবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ১৮টি আড়ত এবং আড়তের সকল কাঠ পুড়ে যায়।
×