ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আব্বাসকে ইসরাইলী পার্লামেন্টে ভাষণের আমন্ত্রণ নেতানিয়াহুর

প্রকাশিত: ০৬:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৬

আব্বাসকে ইসরাইলী পার্লামেন্টে ভাষণের আমন্ত্রণ নেতানিয়াহুর

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে ফিলিস্তিনের পার্লামেন্টে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো হলে নেতানিয়াহু তা সাদরে গ্রহণ করবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলী প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের প্রতি ‘ঘৃণা পুঞ্জীভূত’ রাখার পরিবর্তে শান্তির জন্য কাজ করার আহ্বান জানান। এর আগে জাতিসংঘে দেয়া ভাষণে আব্বাস ২০১৭ সালকে ‘ইসরাইলী দখলদারিত্ব’ অবসানের বছর হিসেবে ঘোষণা দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘২০১৭ সালের জুনে ইসরাইলের ঘৃণ্য দখলদারিত্বের অর্ধশত বছর পূর্ণ হবে।’ তিনি জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের ‘আইনী ও রাজনৈতিক স্ট্যাটাস বাড়ানোর’ আবেদন জানান, যেন বিশ্ব সংস্থাটিতে ফিলিস্তিন পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করতে পারে। জাতিসংঘে পূর্ণ সদস্যপদ নেই ফিলিস্তিনের। তাদের পর্যবেক্ষক মর্যাদা দেয়া হয়েছে। জাতিসংঘে আব্বাসের ভাষণের কিছু সময় পরই নেতানিয়াহু ভাষণ দেন।
×