ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি২০ দ্বৈরথ

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি২০ দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল কিউইদের সঙ্গে ক্যারিবীয়দের (তৃতীয়) রেটিংয়ের পার্থক্য খুব বেশি নয়। কাইরেন পোলার্ড, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি, ডোয়াইন ব্রাভোদের নিয়ে কার্লোস ব্রেথওয়েলের মেরুন ক্যাপ-বাহিনী ছোট্ট ফরমেটে সত্যি ভয়ঙ্কর এক দল। বিপরীতে রঙিন পোশাকে পাকিস্তানের অবস্থা নাজুক। র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে সরফরাজ আহমেদরা। তাহলে উইন্ডিজ কি এই সিরিজে নিশ্চিত ফেবারিট? দলটির ‘নাম্বার ওয়ান’ বোলার স্যামুয়েল বদ্রি সেটি মানতে নারাজ। বরং পাকিস্তানকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বলে মনে করছেন তিনি। আর ইংল্যান্ড সফরে শেষ দুটি ম্যাচে (ওয়ানডে ও টি২০) দুর্দান্ত জয় পাওয়া সরফরাজরা এবার আরও আত্মবিশ্বাসী। মরুর দেশ আরব আমিরাত তাদের হোম ভেন্যু, ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা এখানে বরাবরই অপ্রতিরোধ্য। সব মিলিয়ে স্বল্পপরিসরের জমজমাট এক সিরিজ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু প্রথম টি২০, এখানেই দ্বিতীয় ম্যাচ শনিবার। মঙ্গলবার আবুধাবীতে তৃতীয় ও শেষ দ্বৈরথ। এরপর ওয়ানডে ও টেস্ট। পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক সরফরাজ বলেন, ‘গত টি২০ বিশ্বকাপের (ভারতে অনুষ্ঠিত) ফাইনাল খেলেছে ইংল্যান্ড এবং সে ফাইনালে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইংল্যান্ডকে যদি তাদেরই মাটিতে হারাতে পারি, তাহলে আমিরাতের চেনা কন্ডিশনে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতাও আমাদের রয়েছে।’ এজন্য সতীর্থদের চাপমুক্ত থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে বলছেন তিনি। সরফরাজের মতে, টি২০ ম্যাচে দশ মিনিটের একটি সেশনই অনেক কিছু বদলে দিতে পারে। অতএব, মাঠে সবাইকে ইতিবাচক থাকতে হবে। পাশাপাশি অবশ্যই ভাল ফিল্ডিং করতে হবে। ইংল্যান্ডে ৪-০তে পিছিয়ে পড়ার পর শেষ ওয়ানডেতে তিন শ’র ওপরে রান চেজ করে জিতেছিল পাকিস্তান, সেদিন ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন সরফরাজ। পরের ম্যাচেই টি২০ অধিনায়ক হিসেবে অভিষেক, যেটিতে ৯ উইকেটের বড় জয় পায় তার দল। সেদিকে ইঙ্গিত করেই সরফরাজ এমন আত্মবিশ্বাসী। এ লড়াইয়ে সঙ্গী হিসেবে সরফরাজ পাচ্ছেন ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, শোয়েব মালিক, মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞদের, ঘরোয়া ক্রিকেটে ভাল করে ফিরেছেন হার্ডহিটার উমর আকমল। নতুনদের মধ্যে চমৎকার খেলছেন ইমাদ ওয়াসিম, হাসান আলি, শারজিল খান ও খালিদ লতিফ। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছিলেন হাসান আর ইমাদ, ওয়াহাব তিনটি। ১৩৬ রানের টার্গেটে হাফসেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে ৯ উইকেটের বড় জয় এনে দিয়েছিলেন শারজিল (৫৯) ও খালিদ (৫৯)। পাকিদের তাই সমীহর চোখে দেখছেন বদ্রি। ক্যারিবীয় তারকা বদ্রি বলেন, ‘নিজেদের দিনে পাকিস্তান যে কোন প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে। আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার কথাই ভাবছি। কারণ ওরা বিপজ্জনক।’ ওয়েস্ট ইন্ডিজ টি২০ দলেও নতুন অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী সেনাপতি ড্যারেন সামি। ইনজুরির জন্য নেই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিরিজ নাম প্রত্যাহার করে নিয়েছেন আন্দ্রে রাসেল। তার পরেও ভাল ফলের প্রত্যাশায় চ্যাম্পিয়নদের। টেস্টে খাবি খাওয়া ওয়েস্ট ইন্ডিজ টি২০তে সত্যি ভয়ঙ্কর এক দল। গেইল-রাসেল নেই তো কি? আমিরাতে উড়ে আসার আগে মার্কিন মুলুকের লাডারহিলের ম্যাচটি এখনও ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে। এভিন লুইস (১০০) ও জনসন চার্লসের (৭৯) ধুন্ধুমার ব্যাটিংয়ে ২৪৫ রানের পাহাড় গড়ে সেদিন ভারতকে ১ রানে হারিয়ে সেদিন নেতৃত্বের অভিষেক হয় ব্রেথওয়েটের। আছেন নারাইন, বদ্রি, ডোয়াইন ব্রাভো, পোলার্ডের মতো তুখোড় সব টি২০ পারফর্মার। চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ‘বনাম’ বিপজ্জনক পাকিস্তানÑ জমবে লড়াই বেশ। ২০০৬ থেকে ১৪ দেখায় ৯ জয় পাকীদের।
×