ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসর উপকূলে নৌযান ডুবি ॥ ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মিসর উপকূলে নৌযান ডুবি ॥ ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

মিসরীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নৌযনাটিতে প্রায় ৬শ’ জন আরোহী ছিল। তাদের মাঝে প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের কাফর আল-শেখ উপকূলে নৌযানটি ডুবে যায়। খবর বিবিসির বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত বিষয়ক সংস্থা অভিবাসন প্রত্যাশীরা ইউরোপে যাওয়ার পথ হিসেবে মিসরকে ব্যবহার করছে বলে সতর্ক করেছিল। আর এরপরই নৌযান ডুবির এই ঘটনা ঘটল। নৌযানটি মিসর, সিরিয়া এবং আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের বহন করছিল বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
×