ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে অস্ত্রবিরতি

আলেপ্পোতে সিরীয় বিমান বাহিনীর ব্যারেলবোমা

প্রকাশিত: ০৪:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

আলেপ্পোতে সিরীয় বিমান বাহিনীর ব্যারেলবোমা

সিরীয় সৈন্যদের ওপর মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার পর সোমবার সিরিয়ায় অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। প্রায় এক সপ্তাহ পর আলেপ্পো নগরীতে রবিবার সিরীয় বাহিনী বিমান হামলা চালায়। আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাসমূহে বিমান হামলা হওয়ায় সিরিয়ার প্রায় শান্ত রণাঙ্গন আবারও গর্জে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনা সিরিয়ায় কষ্ঠার্জিত অস্ত্রবিরতির জন্য এ পর্যন্ত সবচেয়ে হুমকি বলে বিবেচনা করা হচ্ছে। খবর এএফপি/ ইয়াহুনিউজের/বিবিসি। অবরুদ্ধ আলেপ্পো নগরীতে লড়াই বন্ধ করে ভেতরে ক্ষুধার্ত সিরীয়দের জন্য মানবিক ত্রাণ সহায়তা প্রদানই ছিল অস্ত্রবিরতির অন্যতম প্রধান লক্ষ্য। শনিবার দির আলপুর শহরে সিরীয় সেনাদের ওপর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার পর অস্ত্রবিরতির মূল উদ্যোক্তা দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পরকে দোষারোপ করছে। জাপানে ২৩ হাজার বছর আগের বড়শি জাপানের ওকিনাওয়া দ্বীপের এক গুহায় ২৩ হাজার বছর আগের পুরনো মাছ ধরার বড়শির সন্ধান পেয়েছেন দেশটির প্রতœতাত্ত্বিকরা। অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে বড়শি দুটি পাওয়া যায়। প্রতœতাত্ত্বিকদের মতে, বড়শি দুটি বিশ্বের সবচেয়ে প্রাচীন বড়শি। ওই দ্বীপে ৩০ হাজার বছর আগে থেকে মানুষের বসবাস ছিল। সম্পদের অভাব থাকা সত্ত্বেও মানুষ টিকে ছিল সেখানে। -বিবিসি অস্থিরতা কমাবে ফেসবুক কমেন্ট ফেসবুকে ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আসা। প্রতিমাসে মাত্র ৬০টা কমেন্ট যে কারও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সে হিসেবে প্রিয় মানুষদের কাছ থেকে প্রাপ্ত প্রতিদিন মাত্র দুটি কমেন্টের কারণে ফেসবুক ব্যবহারকারী মানসিক অস্থিরতা কমে যায়। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য মিলেছে। পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান কম্পিউটার ইন্টারএ্যাকশান ইন্সটিটিউটের অধ্যাপক রবার্ট ক্রাউট এ গবেষণাটি করেন। -টেক টাইমস
×