ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি পালিত না হওয়ায় ওবামার উদ্বেগ

প্রকাশিত: ০৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি পালিত না হওয়ায় ওবামার উদ্বেগ

সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত পালিত না হওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি শুক্রবার শীর্ষ জাতীয় নিরাপত্তা সহকারীদের সঙ্গে আলোচনার পর এ উদ্বেগ প্রকাশ করেন। খবর এএফপির। আলেপ্পোতে বোমাবর্ষণ বন্ধ ও মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হওয়ার এক সপ্তাহ পর জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে চুক্তির আংশিক বাস্তবায়নের বিষয়টি উঠে আসে। হোয়াইট হাউস জানায়, সিরিয়ায় সহিংসতা হ্রাস পাওয়া সত্ত্বেও দেশটির সরকারী বাহিনী গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান অব্যাহতভাবে বন্ধ করে দেয়ায় প্রেসিডেন্ট ওবামা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ত্রবিরতি চুক্তির ফলে সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোয় বোমাবর্ষণ কিছুটা বন্ধ হয়েছে। তবে সরকারী বাহিনীর হাতে অবরুদ্ধ কমপক্ষে আড়াই লাখ বেসামরিক নাগরিকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি মিলছে না। ওবামা তার সহকারীদের বলেন, চুক্তির পরবর্তী পদক্ষেপে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সমন্বয় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সিরিয়ায় সহিংসতা হ্রাস ও টেকসই মানবিক সহায়তার জন্য আরও কমপক্ষে সাতদিন সময় প্রয়োজন। কাশ্মীরের মানবাধিকার কর্মীকে গ্রেফতার করল পুলিশ বিশিষ্ট কাশ্মীরী মানবধিকারকর্মী খুররম পারভেজকে শুক্রবার গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। চলতি সপ্তাহে তার জেনেভা সফর আটকে দেয়া হয়। সেখানে জাতিসংঘ কর্মকর্তাদের কাছে কাশ্মীরের সংঘাত নিয়ে বক্তব্য দেয়ার কথা ছিল তার। ভারতীয় কাশ্মীরের শ্রীনগরের বাসা থেকে বৃহস্পতিবার খুররম পারভেজকে গ্রেফতার করা হয়। ভারতীয় সৈন্যরা একজন তরুণ জঙ্গীকে হত্যার প্রতিবাদে সেখানে সহিংস বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। পুলিশ সুপার ফয়সাল কাইয়ুম খুররমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন্ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, আমরা বিষয়টির তদন্ত করছি। এ মুহূর্তে তাকে হাজতে নিয়ে যাচ্ছি। পারভেজের স্ত্রী সামিনা বলেন, তাকে গ্রেফতার করতে বৃহস্পতিবার বাড়িতে এসেছিল পুলিশ। ভারতীয় জননিরাপত্তা আইনের অধীনে কোন ধরনের অভিযোগ ছাড়াই তাকে ছয় মাস আটক রাখা যাবে। ৮ জুলাই জঙ্গী নেতা নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত হন ৮০ জনেরও বেশি। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষেই বেশিরভাগের মৃত্যু হয়েছে। -এএফপি তুলে নেয়া হচ্ছে পেনি! ব্রিটেনের বাজার থেকে প্রায় ১২শ’ বছর পর তুলে নেয়া হচ্ছে পেনি। সুপার শপ ও সুপার মার্কেটে অতিরিক্ত আকারে এত বেশি পেনি জমা হয়েছে যে সেগুলো গণনা করার মতো লোক নেই। একই কারণে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইতোমধ্যে তাদের বাজার থেকে পেনি তুলে নিয়েছে। বর্তমানে ব্রিটেনের বাজারে ১১ কোটি ২৭ লাখ ৮০ হাজার পেনি রয়েছে। -টেলিগ্রাফ চুম্বক তারকা... পৃথিবী থেকে ৯ হাজার আলোকবর্ষ দূরে ম্যাগনেটার ওয়ানই ১৬১৩ নামের এই চুম্বক তারকাটির সন্ধান মেলেছে। নাসার সুইফট টেলিস্কোপের পর্যবেক্ষণ থেকে জানা গেছে তারকাটি প্রতি ৬ দশমিক ৬৭ ঘণ্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে। এ জন্য ওয়ানই ১৬১৩ থেকে বিকীর্ণ হওয়া এক্স রে বিশ্লেষণ করতে হয়েছে। অতিমাত্রায় চুম্বকে পরিণত হওয়া নিউট্রন তারকা আসলে সুপারনোভা বা বৃহৎ কোন তারকা বিস্ফোরণের অবশিষ্টাংশ। নিউট্রনগুলো প্রতি ১০ সেকেন্ডে নিজ অক্ষের ওপর একবার পাক খায়। - এবিসি
×