ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলারি না হিলারির ডামি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রকাশিত: ০৪:৪১, ১৬ সেপ্টেম্বর ২০১৬

হিলারি না হিলারির ডামি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

নাইন-ইলেভেনের অনুষ্ঠানে অসুস্থ হয়ে মেয়ের এ্যাপার্টমেন্টে বিশ্রামের পর যে হিলারি ক্লিনটন হেঁটে বেরিয়ে এসেছিলেন, তিনি আসলেই হিলারি ছিলেন কি না, সে প্রশ্ন রেখে সোশ্যাল মিডিয়া সরগরম করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। মেয়ের ঘর থেকে হাত উঁচিয়ে বেরিয়ে আসা হিলারির বাম তর্জনি এবং কানের দুলের ছবি দিয়ে আগের ছবির সঙ্গে তুলনা করে এই সন্দেহ প্রকাশ করা হচ্ছে বলে যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থী হিলারি রবিবার সকালে নাইন-ইলেভেনের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লে বিশ্রাম নিতে মেয়ে চেলসি ক্লিনটনের এ্যাপার্টমেন্টে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। পরে জানানো হয়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সেদিন মেয়ের ঘরে দুই ঘণ্টা বিশ্রাম নেয়ার পর হিলারি হেঁটেই বেরিয়ে আসেন। হাত উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানান; বলেন, তিনি এখন অনেকটাই ভাল বোধ করছেন। হিলারির তখনকার যে ছবি প্রকাশিত হয়েছে, তার সঙ্গে আগের ছবির দুটি ‘অসামঞ্জস্য’ টুইটারে দেখিয়ে ট্রাম্প সমর্থকদের অনেকে সন্দেহের কথা জানাচ্ছেন। ৬৮ বছর বয়সী হিলারির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সামর্থ্য নিয়ে আগে থেকে প্রশ্ন তুলে আসছিলেন সত্তরোর্ধ প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ট্রাম্প। হিলারির অসুস্থতার পর তা আবার তুলেছেন তিনি। তার সঙ্গে এখন হিলারির অনুরূপা নিয়ে সন্দেহের কথাও তুলেছেন তার সমর্থকরা। ‘অলওয়েজ ট্রাম্প’ নামে খোলা একটি টুইটার এ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে- ‘হিলারির তর্জনি তার অনামিকা থেকে বড় নয় (অর্থাৎ ছবিতে বড় দেখাচ্ছে)। সিঙ্গুরের জমি ফেরত দিয়েও শিল্পায়নের ডাক মমতার ভারতের পশ্চিমবঙ্গে ১০ বছর পর সিঙ্গুরের কৃষকদের হারানো জমি ফেরত দেয়ার মঞ্চ থেকেই শিল্পায়নের ডাক দিয়ে টাটা গোষ্ঠীকে অন্য জায়গায় জমি দেয়ার প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুগুরে টাটা শিল্পগোষ্ঠীর কারখানার জন্য ১০ বছর আগে অধিগৃহীত প্রায় ১০০০ একর জমি বুধবার আবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষকদের হাতে ফিরিয়ে দেন মমতা। খবর ওয়েবসাইটের গত মাসে এই জমি ফেরানোর জন্য সুপ্রীম কোর্টের নির্দেশের পর মমতা বুধবার সিঙ্গুরে এক বিজয় সমাবেশের আয়োজন করে কৃষকদের জমির দলিল-পড়চাসহ তুলে দিয়েছেন ক্ষতিপূরণের চেকও। এরপর ওই সভামঞ্চ থেকেই টাটা গোষ্ঠীকে অন্য জায়গায় হাজার একর জমি দেয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। কারখানা করতে চাইলে এক মাসের মধ্যেই তাদের যোগাযোগ করার জন্য সিঙ্গুরের হাজার হাজার মানুষের সামনেই আহ্বান জানান মমতা। পশ্চিমবঙ্গ সরকার শিল্প ও কৃষি দুই-ই চায় জানিয়ে তিনি বলেন, টাটা বা বিএমডব্লিউ কারখানা গড়তে চাইলে রাজ্যের অন্য জায়গায় সরকার তাদের জমির ব্যবস্থা করে দেবে। সিঙ্গুরের কৃষকদের জন্যও বুধবার নতুন অনুদান ঘোষণা করেছেন মমতা। দামী গাড়িতে ক্যান্সার! দামী গাড়ির অনেক কিছু ভাল হলেও তা ত্বকের জন্য ক্ষতিকর। সম্প্রতি এক পরিবেশ সচেতন সংস্থা বিশ্ববিখ্যাত কিছু গাড়ি নিয়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা গেছে, সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি (ইউভি রে) যা ত্বকের ক্যান্সারের অন্যতম কারণ দামী গাড়িগুলো তা রোধ করতে পারে না। মার্সিডিজ ৬০, বিএমডব্লিউ ৫৫ ও অডি ৬৪ শতাংশ রে আটকাতে পারে। -ওয়েবসাইট এয়ার গিটার প্রতিযোগিতা... ফিনল্যান্ডের ওলুতে আয়োজিত এয়ার গিটার ফেস্টিভ্যালে এবার চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের ম্যাট বার্নস। এ বছর তার পয়েন্ট পঁয়ত্রিশ দশমিক সাত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এ বছর মূলপর্বে ছিলেন ১৫ জন শিল্পী। এর বিশেষত্ব হলো মিউজিকের তালে শরীরী ভাষা দিয়ে বোঝাতে হবে প্রতিযোগী শিল্পী কোন রক কনসার্টে গিটার বাজাচ্ছে। এই প্রতিযোগিতার নাম এয়ার গিটার। মিউজিকের তালে তালে যিনি যত নিখুঁত ওয়ার্ল্ড এয়ার গিটার প্রতিযোগিতায় তিনিই চ্যাম্পিয়ন। -এভার ফেস্ট
×