ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সহিংসতায় পুলিশ ও চার সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীরে সহিংসতায় পুলিশ ও চার  সন্ত্রাসী নিহত

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় রবিবার দুই সন্ত্রাসীর সঙ্গে গুলিবিনিময়ের সময় ভারতের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। একই দিনে উত্তর কাশ্মীরে সেনাবাহিনীর অনুপ্রবেশবিরোধী অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়। খবর এনডিটিভির। পুঞ্চ নগরীর উপকণ্ঠে নির্মাণাধীন একটি সরকারী ভবনে ভারী অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান শুরু করে। পুলিশ ভবনটি ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের এক সদস্য মারা যান এবং একজন উপ-পরিদর্শক আহত হন। ভবনটি সেনা ক্যাম্পের কাছেই অবস্থিত। সেনারা সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে ছুটে আসে এবং দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলতে থাকে। অন্যদিকে উত্তর কাশ্মীরে নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনাবাহিনীর অনুপ্রবেশবিরোধী অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়। ভারি অস্ত্রসজ্জিত একদল সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী বাধা দেয়ার পর দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় চার সন্ত্রাসী নিহত হয়, যারা পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে পুলওয়ামা জেলায় কারিমাবাফ গ্রামে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বহু লোককে আটক করা হয়েছে।
×