ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে ১০২ মিনিটে বদলে যায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

যে ১০২ মিনিটে বদলে  যায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পঞ্চদশ বার্ষিকী পালিত হয় রবিবার। বিশ্বব্যাপী ৯/১১ হামলা হিসেবে পরিচিতি পাওয়া ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। আল কায়েদার জঙ্গীরা কয়েকটি উড়োজাহাজ ছিনতাই করে সেগুলো নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতর পেন্টাগনে হামলা চালায়। দুই শতাব্দীরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে চালানো প্রথম হামলা এটি। খবর ওয়েবসাইটের। দুটি উড়োজাহাজের আঘাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আকাশচুম্বী দুটি ভবন গুঁড়িয়ে যায়, এতে দুই হাজার ৭৫৩ জন নিহত হয়। তৃতীয় আরেকটি উড়োজাহাজ ওয়াশিংটনের পেন্টাগন ভবনে আঘাত হানে, এতে নিহত হয় ১৮৪ জন। ছিনতাই হওয়া চতুর্থ আরেকটি উড়োজাহাজ ওয়াশিংটনের দিকে যাওয়ার সময় পেনসিলভ্যানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়, এতে আরও ৪০ জন নিহত হয়। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিরাপত্তার বোধ ভেঙ্গে পড়ে। এর জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী ‘সন্ত্রাসবিরোধী’ লড়াইয়ে জড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত আছে। এনডিটিভিতে প্রকাশিত ওই দিন সকালে ঘটে যাওয়া ঘটনার সময়ানুযায়ী বিবরণ নিচে দেয়া হলো, এ মুহূর্তগুলোর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের গতি পাল্টে যায়। সকাল ৮টা ৪৬ মিনিট, প্রথম আঘাত ॥ বোস্টন-লস এ্যাঞ্জেলস রুটের আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ছিনতাইয়ের শিকার হয়। পাঁচ ছিনতাইকারী আরও ৮৭ জন আরোহীসহ উড়োজাহাজটি চালিয়ে নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে সরাসরি আঘাত হানে। এতে ভবনটির মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়। আকাশচুম্বী ভবনটির উঁচু তলাগুলো থেকে ঘন ধোঁয়ার কু-লি বের হতে শুরু করে। ৯টা ৩ মিনিট, দ্বিতীয় ভবনে আঘাত ॥ বোস্টন-লস এ্যাঞ্জেলস রুটের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ছিনতাই হয়। পাঁচ ছিনতাইকারী আরও ৬০ জন আরোহীসহ উড়োজাহাজটি চালিয়ে নিয়ে সরাসরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ ভবনে আঘাত করে, এতে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে। ৯টা ৩০ মিনিট, জাতির উদ্দেশে বুশের ভাষণ ॥ ওই সময় ফ্লোরিডায় থাকা যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ‘যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে’ বলে ঘোষণা করেন। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা মনে করা হচ্ছে’ বলে জানালেন তিনি। ‘ঘটনার পূর্ণ তদন্ত করে কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার’ নির্দেশ দিয়ে তাৎক্ষণিকভাবে তিনি রাজধানী ওয়াশিংটনে ফিরছেন বলে জানান। ৯টা ৩৭ মিনিট, পেন্টাগনে হামলা ॥ লস এ্যাঞ্জেলস ওয়াশিংটন ডুলেস রুটের আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজ ছিনতাই হয়। পাঁচ ছিনতাইকারী আরও ৬০ জন আরোহীসহ উড়োজাহাজটি নিয়ে ওয়াশিংটনে পেন্টাগনের ভবনে আঘাত হানে। এতে দুটি বিস্ফোরণ ঘটে। ৯টা ৪২ মিনিট, যুক্তরাষ্ট্রের সব উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ ॥ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থা (এফএএ) যুক্তরাষ্ট্রে সব ধরনের বাণিজ্যিক উড়োজাহাজের চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। ৯টা ৫৯ মিনিট, দক্ষিণের টাওয়ারটি ধসে পড়ে ॥ আঘাত পাওয়ার ৫৬ মিনিট পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণের ভবনটি ধসে পড়ে, এতে বিপুল ধুলার মেঘ চারপাশ ঢেকে দেয়। ১০টা ৩ মিনিট, পেনসিলভ্যানিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত ॥ নিউইয়র্ক থেকে স্যান ফ্রান্সিসকো যাওয়ার সময় ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজ ছিনতাই হয়। চার ছিনতাইকারীর সঙ্গে অপর ৪০ যাত্রী ও ক্রুদের লড়াইয়ের পরিণতিতে উড়োজাহাজটি পেনসিলভ্যানিয়ার শাঙ্কসভিলের একটি মাঠে বিধ্বস্ত হয়। ১০টা ২৮ মিনিট, উত্তর টাওয়ার ধসে পড়ে ॥ হামলার এক ঘণ্টা ৪২ মিনিট পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তরের ভবনটিও ধসে পড়ে। বিশাল একটি ধুলার মেঘে ম্যানহ্যাটনের পুরো কেন্দ্রীয় এলাকাটি ঢাকা পড়ে যায়।
×