ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদা না পেয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৪:১০, ১১ সেপ্টেম্বর ২০১৬

চাঁদা না পেয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বর ॥ মেহেরপুরে এক মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগে ১২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার রাতে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে। চরমপন্থী নামে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ না করায় মাছ চাষী আব্দুল্লাহ মিয়ার পুকুরে ওই বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরের সাত হাজার পাঙ্গাসসহ রুই, কাতলা ও মৃগেল মাছ মরে ভেসে ওঠে। শনিবার সকালে পুকুর পাড়ে গিয়ে ভেসে ওঠা মরা মাছ ও পাড়ে বিষের খালি বোতল পড়ে থাকতে দেখে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া। এ সময় সন্ত্রাসীদের মোবাইল নম্বর ও হুমকি বার্তাসহ একটি চিরকুট পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মৎস্য গ্রাম হিসেবে পরিচিত ষোলটাকা গ্রামের হাজারো মাছ চাষীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। জানা যায়, গত তিনদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল করে নিজেকে চরমপন্থী সংগঠন লাল পতাকার পরিচয়ে লাখ টাকা চাঁদা দাবি করে মাছ চাষী আব্দুল্লাহ মিয়ার কাছে। সর্বশেষ শুক্রবার রাত দশটার দিকে ফের কল করা হয়। চাঁদা পরিশোধ না করায় চরমমূল দিতে হবে মর্মে হুমকি দিয়ে কল কেটে দেয় ওই সন্ত্রাসী। এর জেরেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে মনে করছে স্থানীয়রা। পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া চিরকুটেও বলা হয় এই মোবাইল নম্বরে যোগাযোগ করা না হলে আব্দুল্লাহর অন্যান্য পুকুরেও বিষ দিয়ে মাছ মারা হবে। এ হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন আব্দুল্লাহসহ এলাকার কয়েক হাজার মাছ চাষী।
×