ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক চায় চীন

প্রকাশিত: ০৪:০১, ১১ সেপ্টেম্বর ২০১৬

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক চায় চীন

চীন আরও বিনিময় ও বৃহত্তর সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সামরিক মিত্রতা শক্তিশালী করতে চায়। মিয়ানমার সফরকালে দেশটির নেতা আউং সান সুচিকে এ কথা বলেছেন চীনের কেন্দ্রীয় সামরিক কমান্ডের ভাইস চেয়ারম্যান শিউ কিলিয়াং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া শনিবার এ খবর জানিয়েছে। শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুজন সাক্ষাত করেন। শন্তিতে নোবেল পুরস্কার জয়ী সুচির দল ক্ষমতায় আসার পর থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নেয় চীন। গত মাসে সুচি চীন সফর করেন। তখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানান, তিনি দু’পক্ষের সম্পর্কের ‘সঠিক পথ’ নিশ্চিত করতে চান। এবার শিউ-সুচিকে জানালেন, চীন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, “চীন মিয়ানমারের প্রতি বন্ধুত্বের নীতিতে আস্থাশীল এবং মিয়ানমারের জাতীয় পুনর্মিলনের প্রক্রিয়াকে সমর্থন করে।” মিয়ানমারের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানান শিউ। এছাড়া সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মিয়ানমারের অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর কয়েক দশকের লড়াই শেষ করার জন্য গত মাসে বিদ্রোহী নৃগোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন সুচি।
×