ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদির বিরুদ্ধে মামলার বিলে ভেটো দেবেন ওবামা

প্রকাশিত: ০৩:৫৯, ১১ সেপ্টেম্বর ২০১৬

সৌদির বিরুদ্ধে মামলার বিলে ভেটো দেবেন ওবামা

৯/১১’র সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারকে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করার সুযোগ দিয়ে কংগ্রেসে পাস হওয়া বিলে প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটো দেবেন বলে শুক্রবার পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। খবর নিউইয়র্ক টাইমস ও ওয়েবসাইটের। সৌদি আরবের তীব্র বিরেধিত সত্ত্বেও চার মাস আগে বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়। এরপর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও শুক্রবার বিলটি কণ্ঠভোটে পাস হলো। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের মিত্রতা নিয়ে আবার ভেবে দেখার প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে জোরালো হচ্ছে। সেজন্যই বিলটি নিয়ে কখনও সিনেট বা প্রতিনিধি পরিষদে বিতর্ক হয়নি। তবে প্রেসিডেন্ট ওবামা বলছেন, তিনি বিলের তীব্র বিরোধী। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, ওবামা এতে ভেটো দেবেন। ওবামা প্রশাসন সতর্ক করেছে যে, মার্কিন নাগরিকরা সৌদিদের কাঠগড়ায় দাঁড় করালে অন্যান্য দেশের নাগরিকরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে বিলটির পক্ষে যথেষ্ট ভোট রয়েছে। কিন্তু অবস্থান পাল্টাতে প্রশাসন ও বিদেশী সরকারগুলোর চাপের মুখে সদস্যরা দ্বিতীয় চিন্তাও করে থাকতে পারেন সে সম্ভাবনাও রয়েছে। ২০০১ সালে উড়োজাহাজ ছিনতাই করে চালানো ৯/১১-এর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। তবে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব প্রথম থেকেই ৯/১১-এর ঘটনায় দেশটির সরকারের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে এসেছে। কংগ্রেসে এ বিলটি পাস করা হলে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ তুলে নেয়ার হুমকি দিয়েছিল দেশটি। ৯/১১-এর মতো হাজার হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রে ॥ জাওয়াহিরি ॥ আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার মতো হাজার হাজার বার হামলা চালানো হবে। প্রাণঘাতী ওই হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তায় এ হুমকি দেয়া হয়। খবর এএফপির। ইউটিউবে বৃহস্পতিবার ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে জাওয়াহিরি বলেছেন, আমাদের ওপর আপনাদের অপরাধের জবাবে ৯/১১ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যদি এ অপরাধ অব্যাহত থাকে, তাহলে ৯/১১-এর মতো হামলা কয়েক হাজারবার চালানো হবে। ছিনতাই করা একটি বিমান ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা করে। এতে দুই হাজার ৭৫৩ জন নিহত হয়। একই দিন পেন্টাগনেও প্রাণঘাতী হামলা চালানো হয় এবং তৃতীয় বিমানটি পেনসিলভানিয়ার এক গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আরব ও মুসলিম দেশগুলোর প্রতি ওয়াশিংটনের নীতির ব্যাপারে জাওয়াহিরি ভিডিওতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর ভূমি দখল করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের ‘অপরাধ ও দুর্নীতিগ্রস্ত’ সরকারকে সমর্থন করেছে তারা। ৯/১১-এর মতো এ ধরনের সুপরিকল্পিত হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ছোটখাটো ও দেশের অভ্যন্তরে সৃষ্ট হামলার মুখে আগের মতোই অরক্ষিত রয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা এমন কথা বলার পরই জাওয়াহিরি এ হুমকি দিলেন।
×