ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিলেটে ব্রিটিশ কনস্যুলেট অফিস বন্ধ

প্রকাশিত: ০৪:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৬

সিলেটে ব্রিটিশ কনস্যুলেট  অফিস বন্ধ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটে ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলেট অফিস বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ প্রায় দেড় দশক চালু থাকার পর এই কনস্যুলেট অফিসটি বন্ধ করে দেয়া হয়। ইতোমধ্যে সিলেট নগরীর কুমারপাড়ার কনস্যুলেট অফিস অনানুষ্ঠানিকভাবে গুটিয়ে নেয়া হয়েছে। দুয়েকদিনের মধ্যেই ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে সিলেটের কনস্যুলেট অফিস বন্ধের চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর কুমারপাড়ায় ২০০১ সাল থেকে ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলেট অফিস চালু করা হয়। এ অফিস থেকে সিলেটী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট প্রদান, পাসপোর্ট হারানো গেলে ট্রাভেলিং ডকুমেন্ট প্রদান, জোরপূর্বক বিয়ে প্রতিরোধ, হয়রানির শিকার ব্রিটিশ নাগরিকদের আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হতো। এছাড়া এ কনস্যুলেট অফিস থেকেই এক সময় ব্রিটেনে গমনেচ্ছু ব্যক্তিদের ভিসার আবেদন নেয়া হতো এবং ভিসা প্রদান করা হতো। পরবর্তীতে ভিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সিলেট থেকে ব্রিটেনে গমনেচ্ছুদের ভিসা আবেদন গ্রহণ ও ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়। এরপরও সিলেট কনস্যুলেট অফিসটি চালু ছিল। এখন ওয়েবসাইটে ব্রিটিশ কনস্যুলার অফিসের ঠিকানা নগরীর কুমারপাড়া থেকে পরিবর্তন করে মির্জাজাঙ্গাল রোডের হোটেল নির্ভানা ইনের ৭ম তলায় ভিএফএস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড করা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ নাগরিকদের সেবা প্রদান করা হবে।
×