ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজির মামলার বিচার শুরু ১৫ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজির  মামলার বিচার শুরু ১৫ সেপ্টেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৬ সালের আলোচিত চিটাগাং সিমেন্ট (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কারসাজি মামলার বিচারকাজ আবার শুরু হচ্ছে। পুঁজিবাজারসংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের ১৫ সেপ্টেম্বরের কার্যতালিকায় মামলাটি রয়েছে। ওইদিনের কার্যতালিকায় একমাত্র এ মামলাটিই রয়েছে। যুক্তি-তর্ক শেষে ২০১৫ সালের ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর রায় ঘোষণার জন্য ৮ নবেম্বর দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু রায় ঘোষণার মাত্র ৫ দিন আগে ৩ নবেম্বর মামলাটির কার্যক্রমের ওপর উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেয়া হয়। এ মামলার অন্যতম আসামি ও বুলবুল সিকিউরিটিজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক এএসএম শহিদুল হক বুলবুলের রিটের পরিপ্রেক্ষিতে ৬ মাসের স্থগিতাদেশ দেয় আদালত। ফলে মামলাটির রায় ঘোষণা করতে পারেননি ট্রাইব্যুনালের বিচারক। ৬ মাসের পর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার ফলে আগামী ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের কার্য তালিকায় মামলাটি রাখা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। ইতোমধ্যে ট্রাইব্যুনালের বিচারক পরিবর্তন হওয়ায় মামলাটির পুনরায় যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে। যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনালের বিচারক। চলতি বছরের ১৪ জুলাই ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে যোগ দেন আকবর আলী শেখ।
×