ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা পাঁচ রেকর্ডে দুইবারই অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

সেরা পাঁচ রেকর্ডে দুইবারই অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ গত টি২০ বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, ছোট্ট ফরমেটের সঙ্গে মানিয়ে নেয়াটাই তাদের লক্ষ্য। আশ্চর্যের, ওয়ানডেতে যেখানে কুলীন অসিরা সবসময় মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, টেস্টে ‘নাম্বার ওয়ান’। অথচ টি২০তে কেমন বেসামাল তারা। এখন পর্যন্ত একবারও শিরোপার স্বাদ পাওয়া হয়নি, এমন কি ধুন্ধুমার ক্রিকেটে আছে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে। সেই অস্ট্রেলিয়াই গড়ল টি২০তে দলীয় সর্বোচ্চ রানের গৌরবময় রেকর্ড। তাও এক বার নয়, রেকর্ডে সেরা পাঁচে দুইবারই অসিদের নাম। পরশু পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের দলÑ আন্তর্জাতিক টি২০তে যা দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। লঙ্কান বোলিং তুলোধুনো করে এদিন মাত্র ৬৫ বলে অপারজিত ১৪৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েলÑ তবু আফসোস, অল্পের জন্য টি২০তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি করতে পেলেন না অসি ওপেনারের। আন্তর্জাতিক টি২০তে আগের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার দখলে, ২৬০/৬Ñ কেনিয়ার বিপক্ষে, জোহানেসবার্গে, ২০০৭ সালে। সেই তাদেরই এবার লজ্জায় ডোবল অস্ট্রেলিয়া। সেরা পাঁচ দলীয় ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রানও অসিদের (২৪৮/৬) দখলে, ২০১৩ সালে সাউদম্পাটনে, ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুটি স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। গত ২৭ আগস্ট ফ্লোরিডায় উইন্ডিজের ২৪৫/৬Ñএর জবাবে ভারত করেছিল ২৪৪/৪। পাল্লেকেলেতে টস জিতে বোলিং নেয়ার ভুলটা স্বাগতিক লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালকে নিশ্চয়ই অনেক দিন পোড়াবে। টি২০তে বড় সংগ্রহের জন্য সবার ভাল করার প্রয়োজন নেই, এই ম্যাচে সেটি আরও একবার প্রমাণ হয়েছে। কারণ গোটা ইনিংসে সঞ্চুরি মাত্র এই একটিই। ঝড় তোলা ব্যাটিংয়ে প্রতিপক্ষকে দিশেহারা করেছেন ম্যাক্সওয়েল একাই। আন্তর্জাতিক টি২০তে এই প্রথম ওপেনিংয়ে, শুরুতে তাই কিছুটা সময় নিয়েছেন, প্রথম ৩ বলে রান নেই, ৭ বলে ২। এরপরই তা-ব। ১৪ চার ও ৯ ছক্কায় ৬৫ বলে খেললেন অপারজিত ১৪৫ রানের অতিমানবীয় তা-ব ইনিংস! মনে হচ্ছিল, দলের পাশাপাশি ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাই করে ফেলবেন। কিন্তু অপরপ্রান্তে রুদ্রমূর্তিতে থাকা ট্রেভিস হেডের কারণে শেষ ওভারে যে মাত্র এক বল খেলার সুযোগ পেয়েছেন। তাতে ১ রান নিয়ে ১৪৫Ñএ দাঁড়িয়ে নিজেই সতীর্থের পাগলা ব্যাটিংয়ের দর্শক হয়ে গেছেন। যেখানে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করেন হেড। ১৫৬ রান নিয়ে টি২০তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটা ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়ান সতীর্থ এ্যারন ফিঞ্চের, সাউদাম্পটনে, ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে। তবে একটা জায়গায় ঠিকই এগিয়ে ম্যাক্সওয়েল, জীবনে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। আগে যেটি ছিল পূর্বসুরি ড্যামিয়েন মার্টিনের, ব্রিসবেবেনে, ২০০৬ সালে দ. আফ্রিকার বিপক্ষে। পাল্লেকেলে যেন টি২০ সেঞ্চুরির মাঠ। ম্যাক্সয়েলেরটি এখানে তৃতীয় সেঞ্চুরি, যা বিশ্বের যে কোন ভেন্যুর চেয়ে বেশি। আগের দুটি তিলকারতেœ দিলশান ও ব্রেন্ডন ম্যাককুলামের। দুর্ভাগ্য দিলশানের। এটি যে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচ। শুক্রবার কলম্বোয় সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি২০তে বিদায়।
×