ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার রুশ-ভারত চুক্তি

প্রকাশিত: ০৫:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

এবার রুশ-ভারত চুক্তি

ভারত ও রাশিয়ার ঐতিহ্যগত সামরিক অংশীদারি উন্নতির পথে এগিয়ে যাবে বলে নয়াদিল্লী মস্কোকে পুনরায় আশ্বস্ত করেছে। এর আগে গত দশকে ভারত প্রতিরক্ষা চুক্তি করে এবং সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক স্থাপন করে ঘোষিতভাবেই যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে এবং সম্প্রতি দ্বিপক্ষীয় সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তি করে সেই সম্পর্ককে আরও শক্তিশালী করে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়, ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের জঙ্গীবিমান (এফজিএফএ) এবং কামভ হেলিকপ্টার যৌথ উদ্যোগে তৈরি করার মতো মেঘা প্রতিরক্ষা প্রকল্পগুলো দিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা কিছুকাল বন্ধ করার পর এখন ভালভাবেই চলছে। একইভাবে পাঁচটি বিমান বিধ্বংসী এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ৩৯ হাজার কোটি রুপীতে ক্রয় করা এবং ১৫০ কোটি ডলারে দ্বিতীয় পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইজারা নেয়াসহ বড় বড় প্রতিরক্ষা চুক্তি রাশিয়ার সঙ্গে শীঘ্রই সই করা হতে পারে। ভারত এরই মধ্যে একটি পরমাণু শক্তিচালিত আকুল-২ সাবমেরিনকে আইএসএস চক্র নাম দিয়ে চালনা করে এসেছে। ইতোপূর্বে স্বাক্ষরিত ৯০ কোটি ডলারের এক চুক্তির আওতায় রাশিয়া থেকে ১০ বছরের ইজারায় এটি সংগ্রহ করা হয়। এসব বিষয়ে আগামী দিনগুলোতে শীর্ষ পর্যায়ের কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। যেমন ভারত পশ্চিমা সামরিক কারিগরি সহযোগিতা ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা সাজসরঞ্জাম সংগ্রহ বিষয়ক ডিরেক্টর জেনারেল। বৈঠকে একটি যৌথ প্রটোকলও সই হবে। একই সময়ে দুই দেশ জাহাজ নির্মাণ, বেসামরিক বিমান চলাচল ও ভূমি ব্যবস্থা নিয়েও এক শীর্ষস্থানীয় বৈঠকে মিলিত হবে। এতে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব অন্যতম সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারত সাবেক ঠা-া লড়াইকালীন দু’প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ভারতীয় সেনাবাহিনী চলতি মাসে যেভাবে মার্কিন ও রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নেবে, তা থেকেই ওই চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে। ফোর্ট লুই থেকে আগত মার্কিন সৈন্য ও মাদ্রাজ রেজিমেন্টের সৈন্যদের ‘যুদ্ধ অভ্যাস’ মহড়া ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর উত্তরাখ-ের চৌরাশিয়াতে অনুষ্ঠিত হবে। রুশ সৈন্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের ‘ইন্দ্র’ মহড়া ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ভøাদিভস্টকে অনুষ্ঠিত হবে। ভারতীয়, মার্কিন ও জাপানী যুদ্ধজাহাজগুলো জুনে ওকিনাওয়ার অদূরে মালাবার মহড়ায় অংশ নেয়ার পর ভারত ও রাশিয়া ডিসেম্বরের দিকে ভারতীয় মহাসাগরে ‘ইন্দ্র’ নৌ-মহড়া অনুষ্ঠান করবে। ভারতকে গার্ডিয়ান ড্রোন দিতে পারে যুক্তরাষ্ট্র ॥ যুক্তরাষ্ট্র অত্যাধুনিক চালকবিহীন গার্ডিয়ান ড্রোন বিমানের জন্য ভারতের অনুরোধের প্রতি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। ভারত বিশেষত ভারত মহাসাগরের আকাশ থেকে নৌ গোয়েন্দা তৎপরতা চালাতে ওই সব ড্রোন ব্যহহার করতে পারে। ভারত জুন মাসে যুক্তরাষ্ট্রের এক বড় প্রতিরক্ষা অংশীদার বলে অভিহিত হওয়ার পর ওই পদক্ষেপ নেয়া হতে পারে। ভারতের নৌবাহিনী ২২টি উচ্চপ্রযুক্তির মাল্টি মিশন প্রিডেটর গার্ডিয়ান ড্রোন ক্রয়ের জন্য ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা দফতরের কাছে এক অফিসিয়াল অনুরোধপত্র পাঠায়। প্রেসিডেন্ট বারাক ওবামা নয়াদিল্লীকে এক বড় সামরিক প্রতিরক্ষা অংশীদার বলে অভিহিত করার পর এটিই ছিল ভারতের মার্কিন অস্ত্র ক্রয়ের প্রথম বড় রকমের অনুরোধ। মার্কিন সরকার এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি, তবে ভারতের অনুরোধ নিয়ে এক ইন্টার এজেন্সি প্রক্রিয়া শুরু করেছে। ওয়াশিংটনে কর্মকর্তারা মনে করেন, ‘প্রিডেটর গার্ডিয়ান বিক্রি করা হলে ভারত মহাসাগর অঞ্চলে ভারতের নৌ গোয়েন্দা তৎপরতার সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পাবে। সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে নৌ গোয়েন্দাগিরি যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লীতে সরকারী সূত্রে নিশ্চিত করা হয় যে, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশটন কার্টার নৌ গোয়েন্দাদের তৎপরতার প্রয়োজন মেটানোর জন্য প্রিডেটর গার্ডিয়ান ড্রোন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
×