ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রসহ নিহত ১০

প্রকাশিত: ০৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

স্কুলছাত্রসহ নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোর, নীলফামারী, সিরাজগঞ্জ, ভৈরব, সিলেট ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। যশোর ॥ যশোর-খুলনা মহাসড়কে ট্যাঙ্কলরির চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র হিমেল ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র সাকিল। এছাড়া অপর স্কুলছাত্র কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে আবু সাঈদকে গুরুতর অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা সবাই রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির ছাত্র। স্থানীয়রা জানায়, বিকেলে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিল। পদ্মবিলা এলাকায় যশোর ট্রেডিংয়ের সামনে পৌঁছলে একটি ট্যাঙ্কলরি তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সাকিল মারা যায়। বিকেল চারটার দিকে তাদের এ্যাম্বুলেন্সে তোলার সময় হিমেলের মৃত্যু হয়। আবু সাইদকে ঢাকায় পাঠানো হয়। নীলফামারী ॥ বাসের ধাক্কায় আফজাল হোসেন ও ধরনী কান্ত রায় নামে উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর শ্রমিক বিশ্বনাথ রায় আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপারসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুর তলা গ্রামের হাসান মোহাম্মদের ছেলে ট্রাক ড্রাইভার আব্বাস আলী ও একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে হেলপার সোহাগ আলী। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে ঢাকা থেকে একটি চিনি বোঝাই ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। ট্রাকটি উল্লাপাড়ার পূর্ব দেলুয়া ব্রিজে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিং ভেঙ্গে ট্রাকসহ ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের কেবিনে থাকা চালক ও হেলপার খাদের পানিতে ডুবে যায়। ভৈরব ॥ মঙ্গলবার দুপুর তিনটার দিকে ভৈরব দুর্জয় মোড় এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ২ জন নিহত হয়। আহত হয় ৫ জন। নিহত চালকের নাম মোয়াজ্জম হোসেন প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্জয় মোড়ে অবস্থিত স্মৃতিসৌধের ওপর উঠে পড়ে এবং উল্টে যায়। এ সময় চালক ও ভেতরে থাকা যাত্রীদের এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এতে চালক ও মাইক্রোবাসে আরোহী একজন মারা যায়। সিলেট ॥ সোমবার রাত ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ফকিরাবাদে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। জানা যায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। গাড়িটি ওসমানীনগরের ফকিরাবাদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। ফরিদপুর ॥ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গরু ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন মহে (৫০)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর ব্রাহ্মণকান্দা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। মহিউদ্দিন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ছাকেন মৃধার ছেলে। বাঁশখালীতে আহত ৭ নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারসংলগ্ন প্রধান সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৭ যাত্রী।
×