ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুরির ভয় নেই

প্রকাশিত: ০৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৬

চুরির ভয় নেই

পরিবেশবান্ধব যান হিসেবে সাইকেলের পরিচিতি রয়েছে। বিশেষ করে ছাত্রজীবনে অনেকেই সাইকেল চালান। এই সাইকেলের চুরির হারও কিন্তু কম নয়। তবে সেই দিন ফুরাতে চলেছে। এবার চোরদের অপদস্ত করতে চিলির একদল শিক্ষার্থী এমন এক ধরনের সাইকেল বানিয়েছে কোন পাকা চোরও এই সাইকেল চুরি করতে পারবে না। এই সাইকেলের নাম ইয়েরকা। এই সাইকেল বিষয়ে চিলির ওই শিক্ষার্থীদের দাবি, এটিই পৃথিবীর প্রথম সাইকেল যা চুরি করা যাবে না। খুব শীঘ্রই এই সাইকেল বাজারে আসতে চলেছে। সাইকেলটির বিশেষ দিক হলো এটির আলাদা কোন তালা নেই। সাইকেলের সিটকে তালা হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পুরো সিট খুলে এই সাইকেল কোন জায়গায় আটকে রাখলে কোন ঝানু চোরও এটা খুলতে পারবে না। সম্প্রতি সাইকেল চুরি যাওয়া চিলির শিক্ষার্থী গালবান বলেন, কিছু দিন আগে আমার প্রিয় সাইকেলটি চুরি হয়েছে। এতে আমার খুব খারাপ লেগেছে। কারণ সাইকেলটি আমার অত্যন্ত প্রিয় ছিল। তবে ইয়েরকা সাইকেল বাজারে এলে এটি কোন চোর আর চুরি করতে পারবে না। চিলির এক ব্যবসায়ী এই সাইকেল বিষয়ে বলেছেন, ঠিকমতো বাজারজাত করা গেলে এই সাইকেল অত্যন্ত জনপ্রিয় হবে। কারণ এটি চুরি যাওয়ার ভয় নেই। -ওয়েবসাইট।
×