ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে মৃত্যু, তেঁতুলিয়ায় বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

সাপের কামড়ে মৃত্যু, তেঁতুলিয়ায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিষধর সাপের কামড়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কা- ঘটেছে। রোগীর পরিবারের লোকজনসহ বিক্ষুব্ধ এলাকাবাসী স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে রেখেছে। সন্ধ্যা সাড়ে ছ’টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে লোকজন জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং দোষী চিকিৎসককে গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান নিয়েছে। তেঁতুলিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা যায়, তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত গ্রামের সিদ্দিকের স্ত্রী হনুফা বেগম (৫০) রবিবার সন্ধ্যার আগে চা বাগান থেকে ছাগল আনতে গেলে তার ডান পায়ে বিষধর সাপে কামড় দেয়। ওই পা শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক সাধারণ সাপের কামড় বলে পায়ের বাঁধন খুলে দেন। এর কিছুক্ষণ পরে হনুফা মৃত্যুবরণ করে। এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে হনুফার পরিবারের লোকজন। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা বিক্ষোভ শুরু করে।
×