ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

কবিতা

পদ্মবিলে মণিকাঞ্চন ঘোষ প্রজীৎ পদ্ম বিলে পদ্ম ফোটে চল না তুলতে যাই; ঋতু মিতু কোথায় গেলি সাড়া দে না ভাই! বিলের ধারে চিলের বাসা সেই বাসাতে ডিম; তেঁতো তেঁতো লাগছে ভারি গাছটা বুঝি নিম। সাদা বকের মেলায় এসে দুধ সাদা হয় মন; শরৎ বেলায় ইশারাতে ডাকছে ঈশান কোণ। দ্যাখ না মিতু কাকাতুয়া বলছে আমায় ডেকে; সবুজ হলো মনটা ভারি করলার রঙ মেখে। ঋতুর মনটা ভরলো কি রে পদ্ম বিলে যেয়ে; আমি তো ভাই অনেক খুশি বিলের জলে নেয়ে। ফড়িং ও প্রজাপতি ছানা আলমগীর কবির নীল ফড়িঙের ছানা যাচ্ছিল ভেসে ভেসে, প্রজাপতি বলে তারে গালে টোল হেসে হেসে। ঝলমলে ডানা জুড়ে খেলা করে রোদ্দুর, ও ফড়িং হেলে দুলে যাবে তুমি কদ্দুর? ডাকে বুঝি মাঠ বন আকাশের নীল, তোমার আমার দেখো কী দারুণ মিল! ফুলে ফুলে লুটোপুটি খাই শুধু দোল, ভালোলাগে ফুলবন সবুজের কোল। ডানা মেলে বসে ওরা গোলাপের গাছে, আনন্দ ও খুশিতে ছানা দুটি নাচে। বৃষ্টি তুই আসবি নাকি রোকসানা সম্পা বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে সকাল দুপুর বৃষ্টি পড়ার দৃশ্য দেখে গড়িয়ে যায় খুকুর দুপুর। বৃষ্টি তুই আসবি নাকি নদীর পাড়ে আমার বাড়ি অনেক মজার খাবার পাবি যখন খুশি খাবি-দাবি। বৃষ্টি তুই যাস নে ফিরে মনটা আমার কাঁদবে তবে তোকে নিয়ে করব মজা বৃষ্টিতে মন যে ভেজা।
×