ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অভিজাত বোর্ডিং স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন

প্রকাশিত: ০৩:৫০, ৩ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের অভিজাত বোর্ডিং স্কুলে  ছাত্রীদের  যৌন নির্যাতন

সত্তর এবং আশির দশকে যুক্তরাষ্ট্রের অভিজাত সেন্ট জর্জ বোর্ডিং স্কুল কিছু ছাত্রীর জন্য ‘ব্যক্তিগত নরক’ হয়ে উঠেছিল। কারণ তাদের যৌন নির্যাতন করেছিলেন শিক্ষক এবং স্টাফরা। একজন নিরপেক্ষ তদন্তকারীর প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সত্তরের দশকে পাঁচ জনের মধ্যে এক ছাত্রী একই এ্যাথলেট প্রশিক্ষকের যৌন নির্যাতনের শিকার হন। ১৯৭০ থেকে ১৯৮০ সালে অনেকে যৌন নির্যাতনের শিকার হন অন্য নয় স্টাফের হাতে। প্রতিবেদনে দেখা গেছে, সম্প্রতি ২০০০-এর দশকে এক শিক্ষক কয়েকজন ছাত্রীর সঙ্গে অনুচিত আচরণে জড়িত ছিলেন। বস্টনের আইনজীবী মার্টিন মারফির ওই প্রতিবেদনে দেখা গেছে, ছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছিল স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ছাত্রীদের সাহায্য চাওয়ার খুব কম সুযোগই রেখেছিল। মিডল টাউন স্কুল এবং এখনও বেঁচে থাকা নির্যাতিত ছাত্রীদের গ্রুপ এসজিএস ফর হিলিং মার্টিন মারফিকে এই প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়। সবচেয়ে বেশি অভিযোগ ছিল এ্যাথলেটিক প্রশিক্ষক আল গিবসের বিরুদ্ধে। তিনি কমপক্ষে ৩১ ছাত্রীকে যৌন নির্যাতন করেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার অফিসে এক বালিকার নগ্ন ছবি তুলতে গিয়ে ধরা পড়ার পর ১৯৮০ সালে চাকরি হারান গিবস। কিন্তু প্রতিবেদনে দেখা গেছে, তাকে অসাধারণ সেবার জন্য প্রতিবছর ১২০০ ডলার দেয়া হতো। ১৯৯৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই অর্থ পেয়েছিলেন। আর স্কুল কর্তৃপক্ষ ডিসেম্বরে স্বীকার করে যে, গিবস ১৭ ছাত্রীকে যৌন নির্যাতন করেছিলেন।
×