ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নিহত হন নেতাজী

প্রকাশিত: ০৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নিহত হন নেতাজী

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা সুভাষ চন্দ্র বোস ১৯৪৫ সালে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বলে জাপান সরকারের ৬০ বছরের পুরনো এক নথিতে বলা হয়েছে। ‘ইনভেস্টিগেশন অন দ্য কজ অব ডেথ এ্যান্ড আদার ম্যাটার্স অব দ্য লেইট সুভাষ চন্দ্র বোস’ শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশিত হয়। খবর ওয়েবসাইটের। গোপনীয় ওই নথির অনুলিপি এতদিন ভারত সরকারও লুকিয়ে রাখে। ১৯৫৬ সালে প্রস্তুত প্রতিবেদনটি টোকিওতে ভারতীয় দূতাবাসে জমা দেয়া হয়েছিল। তারপর থেকে এটি গোপনীয় নথি হিসেবে থাকে, কোন পক্ষই তা প্রকাশ করেনি। মূল প্রতিবেদনটি জাপানী ভাষায় এবং পরে এর ইংরেজী অনুবাদ করা হয়। এতে বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনাকবলিত হওয়ার সেদিন সন্ধ্যায় তাইপের একটি হাসপাতালে নেতাজী মারা যান। উড্ডয়নের পর পরই বিমানটি ভূপতিত হয়। এতে তিনি (নেতাজী) আহত হন। এতে বলা হয়, বিকেল ৩টার দিকে তাইপে আর্মি হাসপাতালের নানমোন শাখায় নেতাজীকে নেয়া হয় এবং সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর ২২ আগস্ট তাইপেতেই নেতাজীর শেষকৃত্য হয়। সুভাষ বোসের জন্ম ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি। তিনি ছিলেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বদানকারী কংগ্রেসের সভাপতি।
×