ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টে আপীল করলেন দিলমা রুসেফ

প্রকাশিত: ০৩:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

সুপ্রীমকোর্টে আপীল  করলেন দিলমা  রুসেফ

ব্রাজিলের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিলমা রুসেফ অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার ফেডারেল সুপ্রীমকোর্টে আপীল করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এএফপি, সিনহুয়া ও এনডিটিভি অনলাইনের। রুসেফকে আর্থিক দুর্নীতির অভিযোগে বুধবার সিনেট ভোটে অভিশংসন করার বিরুদ্ধে একটি রিট অব সিকিউরিটি দায়ের করছেন তার আইনজীবী হোসে এডুয়ার্ডো কার্দোজো। এ আপীলে অবিলম্বে সিনেট সিদ্ধান্তের কার্যকারিতার স্থগিতাদেশ প্রার্থনা করা হয়েছে। রুসেফের আইনজীবীদের দলের প্রধান সাবেক বিচারমন্ত্রী ও এ্যাটর্নি জেনারেল হোসে এডুয়ার্ডো কার্দোজো এর আগে বলেছেন, অনাস্থা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন। কার্দোজোর রিট অব সিকিউরিটিতে অনুরোধ জানানো হয়েছে এক নতুন নিচার অনুষ্ঠানের যে বিচারের সময় তেমারের মর্যাদা ক্ষণœœ হবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টে পরিণত হওয়ায়। তেমার এখন জি টুয়েন্টি শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য চীনে রয়েছেন এবং রুসেফ অবস্থান করছেন ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদ আলবোর্দায়। তিনি অচিরেই দক্ষিণাঞ্চলীয় শহর পোটো এ্যালগরিয়ে তার ব্যক্তিগত এ্যাপার্টমেন্টের উদ্দেশে আলবোর্দা ত্যাগ করবেন। ২০১৪ সালে বাজেট ঘাটতি চাপা দেয়ায় অবৈধভাবে রাষ্ট্রীয় ঋণ নেয়ার জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অভিশংসিত হন রুসেফ। বলা হয়, তার ঐ পদক্ষেপের জন্য দেশে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। কিন্তু বামপন্থী ওয়ার্কার্স পার্টির রুসেফ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি অবৈধ কিছু করেননি। তিনি ডানপন্থীদের অভ্যুত্থানের শিকার হয়েছেন বলে দাবি করেন। তেমার বুধবার শপথ গ্রহণের পরই জাতির উদ্দেশে বলেছেন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করা। কিন্তু রুসেফ তেমারকে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করেছেন। এবং লড়াই চালিয়ে যাবেন বলে বলেছেন।
×