ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফরাসী প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

হেডস্কার্ফের চাইতে নগ্নবক্ষ ফ্রান্সকে ভালভাবে প্রতিনিধিত্ব করে!

প্রকাশিত: ০৬:০৩, ২ সেপ্টেম্বর ২০১৬

হেডস্কার্ফের চাইতে নগ্নবক্ষ ফ্রান্সকে ভালভাবে প্রতিনিধিত্ব করে!

ফরাসী প্রধানমন্ত্রী বলেছেন, হেডস্কার্ফের চাইতে নগ্নবক্ষ ফ্রান্সকে অপেক্ষাকৃত ভালভাবে প্রতিনিধিত্ব করতে পারে। প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বুরকিনি নিষিদ্ধ করা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে ফরাসী প্রজাতন্ত্রের প্রতীক ম্যারিয়েন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। বুরকিনি নিয়ে সর্বশেষ তিক্ত রাজনৈতিক বিতর্ক ঘনীভূত হওয়ার পটভূমিতে ফরাসী প্রধানমন্ত্রী তার মন্তব্যের জন্য সমালোচিত হলেন। ভালসের মতে, নগ্নবক্ষ হেডস্কার্ফের চাইতে আরও ভালভাবে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করতে পারে। ফ্রান্সের শিক্ষামন্ত্রীর সঙ্গে সমুদ্র সৈকতে সম্পূর্ণ শরীর ঢাকা সুইমস্যুট বুরকিনি পরিধান করার ওপর মেয়েদের নিষেধাজ্ঞা সমর্থন করা নিয়ে তীব্র বিরোধিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। তিনি সোমবার রাতে এ সম্পর্কে এক উদ্দীপনামূলক ভাষণ দেন। যাতে ফরাসী প্রজাতন্ত্রের প্রতীক ম্যারিয়েনের উন্মুক্ত বক্ষের প্রশংসা করা হয়। এক সরকারী সমাবেশে ভালস সবাইকে বিস্মিত করে উচ্চকণ্ঠে বলেন, ‘ম্যারিয়েন নগ্নবক্ষ, কারণ তিনি জনগণকে খাওয়াচ্ছেন! তিনি মুখ ঢাকা নন, কারণ তিনি মুক্ত! এটাই প্রজাতন্ত্র!” উন্মুক্ত বক্ষ ফ্রান্সের প্রতীক আর মুসলমানদের হেডস্কার্ফ সমস্যা সৃষ্টিকারী-ভালসের এই মন্তব্যে দেশটির রাজনীতিকরা ঘৃণা প্রকাশ করেছেন এবং ঐতিহাসিক ও নারীবাদীরা তা অবজ্ঞা ভরে উড়িয়ে দিয়েছেন। ফরাসী বিপ্লব সংক্রান্ত ঐতিহাসিক ম্যাথিলদে লারারে টুইট করে বলেন, আরে নির্বোধ, ম্যারিয়েন নগ্নবক্ষ, এটা একটা রূপক। এরপর তিনি কয়েক দফা টুইট করে নগ্নবক্ষ ম্যারিয়েনের ছবির ধ্রুপদী ব্যাখ্যা দেন। অন্যান্য ঐতিহাসিক প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসের ফরাসী প্রজাতন্ত্রের ঐতিহাসের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। ফরাসী রাজতন্ত্রের পতনের পর ১৮৪৮ সালে ম্যারিয়েনের প্রতিকৃতিকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রতীক করা হয়। তার এই প্রতিকৃতি এখনও ফ্রান্সের সরকারী দফতর ও সরকারী দলিলাদি এবং স্ট্যাম্পে রয়েছে। ফ্রান্সের টাউন হলসমূহে উৎকীর্ণ রয়েছে ম্যারিয়েনের মূর্তি। -গার্ডিয়ান দেয়াল নির্মাণের অর্থ দিতে হবে মেক্সিকোকে ॥ ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পুরো অর্থই দেবে মেক্সিকো। আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে দেয়া গুরুত্বপূর্ণ অভিবাসন বিষয়ক ভাষণে তিনি বলেন, তিনি সীমান্ত নিরাপদ করবেন এবং অনিবন্ধিত লাখ লাখ মানুষকে বিতাড়িত করতে নতুনভাবে অঙ্গীকার করেন। এদিকে ট্রাম্পের এ ভাষণকে মেক্সিকোর জন্য হুমকি বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। ট্রাম্প তার এ ভাষণের মাত্র কয়েক ঘণ্টা আগেই নিয়েতোর সঙ্গে বৈঠক করেন। নিয়েতোর আমন্ত্রণেই ট্রাম্প বুধবার মেক্সিকো সফরে যান। নিয়েতো বলেন, বৈঠকে তারা দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে কোন আলোচনা করেননি। খবর বিবিসি, গার্ডিয়ান ও টেলিগ্রাফের।
×