ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশু তন্দ্রার দুটি কিডনিই নষ্টের পথে ॥ চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৬

শিশু তন্দ্রার দুটি কিডনিই নষ্টের পথে ॥ চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ প্রিয় দেশবাসী, কিডনি সমস্যায় আক্রান্ত শিশু তন্দ্রা আলমের (১২) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই নষ্ট হওয়ার পথে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া না হলে কিডনি দুটি নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুর মা তুলি আলমের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাবা নূর আলম অনেক আগেই তাদের ত্যাগ করে চলে গেছেন। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। একটি গার্মেন্টস কারখানায় কাজ করে সংসার চালান তুলি আলম। সন্তানের চিকিৎসা এবং সংসারের ভরণপোষণ দিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু তন্দ্রা আলমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অসহায় মা তুলি আলম। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৯০৩১০৯৯৭ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- তুলি আলম, ডাচ-বাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং -১২২.১৫১.২৬৭৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের’ জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×