ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাগুয়েরোর দুঃসময়

প্রকাশিত: ০৬:৫৪, ১ সেপ্টেম্বর ২০১৬

এ্যাগুয়েরোর দুঃসময়

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা মোটেও ভাল যাচ্ছে না সার্জিও এ্যাগুয়েরোর। ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছেন না। এবার ইংলিশ প্রিমিয়ার লীগেও নিষেধাজ্ঞার খড়গ তারকা এই ফরোয়ার্ডের সামনে। প্রতিপক্ষের ফুটবলারকে বাজেভাবে আঘাত করার কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় সিটি। ওই ম্যাচের ৭৬ মিনিটে বলের দখল নিতে গিয়েছিলেন এ্যাগুয়েরো ও ওয়েস্টহামের ডিফেন্ডার রিড। ভিডিও রিপ্লেতে দেখা যায় এ্যাগুয়েরোর কনুই রিডের গলায় লাগে। রিড পরে চোট নিয়ে মাঠ ছাড়েন। এ প্রসঙ্গে ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে বলেন, এ্যাগুয়েরোর বিপক্ষে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে। যেটা ম্যাচের রেফারিরা দেখেননি কিন্তু ভিডিওতে ধরা পড়েছে। এ কারণে এ্যাগুয়েরোকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করতে পারবেন এ্যাগুয়েরো। বুধবারই নিজের অবস্থান বা প্রতিক্রিয়া তুলে ধরার সুযোগ পাবেন আর্জেন্টাইন তারকা। কিন্তু কোন জবাব না দিলে বা জবাব সন্তোষজনক না হলে তিন ম্যাচের নিষেধাজ্ঞাই বলবৎ থাকবে। অবশ্য এ্যাগুয়েরোর ভাগ্যে কি হয়েছে সেটা এতক্ষণে নিশ্চিত হয়ে গেছে। নিষিদ্ধ হলে এ্যাগুয়েরোকে ছাড়াই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার সিটিকে। আগামী ১০ সেপ্টেম্বর ম্যানইউ-ম্যানসিটি হাইভোল্টেজ ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। শুধু তাই নয়, তিন ম্যাচ নিষিদ্ধ হলে এ্যাগুয়েরো খেলতে পারবেন না বোর্নমাউথ ও সোয়ানসি সিটির বিপক্ষেও। মেসি-নেইমারদের বিকল্প চিন্তায় বার্সা! স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের বিকল্প খুঁজছে বার্সিলোনা। এ লক্ষ্যে স্প্যানিশ ক্লাবটি উঠতি ও সম্ভাবনাময় ফুটবলারদের দলে ভেড়াচ্ছে। এরই অংশ হিসেবে কাতালানরা ন্যুক্যাম্পে এনেছে স্পেনের ২৩ বছর বয়সী স্ট্রাইকার পাসো আলকাসেরকে। ভ্যালেন্সিয়া থেকে ৩০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ এই ফুটবলার। গ্রীষ্মকালীন দল বদলে মেসি-নেইমারদের বিকল্প হিসেবে আক্রমণভাগের শক্তি বাড়ানোর প্রচেষ্টায় ছিলেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। অবশেষে ভালেন্সিয়া থেকে আলকাসেরকে দলে নিয়ে শক্তি বাড়াল লা লিগার চ্যাম্পিয়নরা। এবারের দল বদলে আরও পাঁচজনকে দলে ভিড়িয়েছে বার্সা। এরা হলেনÑ গোলরক্ষক সিলেসেন, দুই ডিফেন্ডার লুকাস ডিনিয়ে ও স্যামুয়েল উমটিটি এবং দুই মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ। এত এত ফুটবলার দলে ভেড়ালেও বার্সা ছাড়তে পারেন ব্রাজিলের রাফিনহা। চলতি মৌসুমে দলের হয়ে ভালমতো খেলার সুযোগ না পেলে অন্য কোথাও যাওয়ার চিন্তা করছেন এই মিডফিল্ডার। বার্সা এবারের দল বদলে হাফডজন ফুটবলার দলে নেয়ায় রাফিনহার সেরা একাদশে খেলা নিয়ে সংশয় আছে। ব্রাজিলের হয়ে অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ী ২৩ বছর বয়সী রাফিনহা সাক্ষাতকারে বলেন, আমি ছেড়ে (বার্সিলোনা) যাওয়ার কথা ভাবছি না। সত্যি হচ্ছে এই যে আমি বার্সায় থাকতে চাই। তবে একজন খেলোয়াড়ের জন্য যা সবচেয়ে ভাল আর যা স্বাভাবিক তা হলো, সে মাঠে থাকতে চাইবে। এটা যদি এখানে না ঘটে ধারে অন্য কোথাও যেতে আমার সমস্যা নেই। তবে বার্সায় খেলার সময় পেতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। হকিতে টেকনিক্যাল ডিরেক্টর স্পোর্টস রিপোর্টার ॥ চার কোচ একসঙ্গে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এমনটাই জানালেন ফেডারেশনের নতুন সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির। তবে এজন্য কিছু শর্ত আরোপ করে দিয়েছেন তিনি। তার কথায়, ‘জার্মান থেকে কোচ এনে শুধু বেতন দিলেই হবে না। আমি চাই আমাদের খেলোয়াড়দের সর্বরকম ট্রেনিংয়ের ব্যবস্থা। সেটি দেশে কিংবা বিদেশে। তাদের বলেছি, ইউরোপে আমাদের ২৫ প্লেয়ারকে রেখে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ছয় প্র্যাকটিস ম্যাচ খেলাতে হবে। সবকিছুই থাকবে প্যাকেজের আওতায়। আমার টাকা দিতে কোন অসুবিধা নেই। যদি এই প্যাকেজে তারা রাজি হয়, তখনই কেবল চুক্তি হবে।’
×