ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট সিরিজ

সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ৩১ আগস্ট ২০১৬

সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের পক্ষেই রয়েছে ফল। ওয়ানডেতে দুই দলেরই অবস্থান সমান। এক জয় ও এক হার হয়েছে। তবে টি২০তে এগিয়ে রয়েছে বাংলাদেশই। দুটি ম্যাচে জিতেছে। হেরেছে একটিতে। এবার আয়ারল্যান্ড সফরে আইরিশদের সিরিজে হারাতে চায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশকে জিততে হবে প্রতিটি ম্যাচ। কারণ, সিরিজে দুটি ওয়ানডে ও দুটি টি২০ হবে। ইনজুরির জন্য ওয়ানডের নিয়মিত অধিনায়ক সালমা খাতুন সিরিজের দলে নেই। তার স্থানে নেতৃত্ব দেবেন টি২০ দলের অধিনায়ক জাহানারা আলম। তিনিই এ সিরিজ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। সিরিজ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহানারা বলেছেন, ‘সিরিজের প্রতি ম্যাচ জেতার চেষ্টা করব।’ প্রতি ম্যাচ জেতা মানেই সিরিজই জেতার আশা করা। এ সিরিজে অংশ নিতে গত ১০ আগস্ট অনুশীলন শুরু করে বাংলাদেশ মহিলা দলের ক্রিকেটাররা। কঠোর অনুশীলন চালিয়ে যায়। জাহানারা বলেন, ‘আমরা যাব জেতার জন্য। ওখানে দুইটা-দুইটা করে চারটা ম্যাচ পাব। একটা কিংবা দুইটা ম্যাচ জেতা নয়; সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই আমরা যাচ্ছি। আশা করি সবার দোয়া থাকবে, আমরা যেন চারটা ম্যাচ জিতেই ফিরতে পারি।’ নিজে পেস বোলার হলেও স্পিনেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান জাহানারা। স্পিনে প্রতিপক্ষের দুর্বলতার কথা ভেবেই স্পিনারদের উপর ভরসা রাখবেন তিনি। সঙ্গে পেস দিয়ে ভাল একটি সূচনা এনে দিতে চান জাহানারা, ‘আয়ারল্যান্ড টিম স্পিনে দুর্বল। ওদের কন্ডিশনেও আমরা স্পিনে ওদের ঘায়েল করতে পারব। তার পাশাপাশি পেস এ্যাটাক যদি ভাল হয় কিংবা পেস থেকে যদি ভাল কিছু আসে তাহলে দুই ডিপার্টমেন্ট থেকেই আমরা ওদের চেয়ে এগিয়ে থাকব। চেষ্টা করব একটা দারুণ শুরুর জন্য। পরের বোলাররা এসে যেন চাপহীন থেকে ভাল বোলিং করতে পারে।’ স্পিনে ভরসা রাখলেও জাহানারার দাবি বাংলাদেশ দলের পেস আক্রমণ ভাল হয়ে উঠছে, ‘এটা ঠিক আমরা স্পিনের উপর নির্ভরশীল। কারণ আমাদের স্পিন ডিপার্টমেন্ট অনেক ভাল। তবে, পেস আক্রমণেও আমরা খারাপ না। লক্ষ্য করে দেখবেন, বিশ্বকাপ কোয়ালিফাইং, পাকিস্তান ট্যুর, ২০১৪ সালের বিশ্বকাপ; সবখানেই স্পিনের পাশাপাশি পেসেও কিন্তু আমরা ভাল করছি। স্পিনটা অবশ্যই এগিয়ে, তার পাশাপাশি পেসও শক্তিশালী হয়েছে।’ এ সিরিজ নিয়ে বাংলাদেশ মহিলা দলের নির্বাচক আতহার আলী খান বলেছেন, ‘আমরা অবশ্যই সালমার অভিজ্ঞতাটা মিস করব। তবে আমাদের বোলিং বৈচিত্র্য এখনও বেশ ভাল। এশিয়া কাপ, বিশ্বকাপ বাছাইসহ সামনে লম্বা মৌসুম। সে জন্য দলের স্বার্থেই সালমাকে সেরে ওঠার জন্য সময় দিতে হবে।’ আয়ারল্যান্ডের বিপক্ষে যে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ মহিলা দল, একটি বাংলাদেশে হয়েছে, আরেকটি আয়ারল্যান্ডে। দেশের মাটিতে হওয়া ম্যাচে ২০১১ সালে ৮২ রানে জিতেছে বাংলাদেশ। আরেকটি হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। ২০১২ সালে সেটিতে ৬১ রানে হেরেছে বাংলাদেশ। টি২০তে অবশ্য আয়ারল্যান্ডেই আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে আয়ারল্যান্ডে ৪ উইকেটে ও ২০১৪ সালে বাংলাদেশে ১৭ রানে জিতেছে বাংলাদেশ। ব্যাঙ্ককে ২ উইকেটে হেরেছে। এরপরও আইরিশ কন্ডিশন সবসময়ই কঠিন। তবে আতহারের বিশ্বাস এ কন্ডিশনেও ম্যাচ জেতা সম্ভব, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’ আয়ারল্যান্ড মহিলা দলের বিপক্ষে ৫ ও ৬ সেপ্টেম্বর দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে দুটি হবে ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে লন্ডনডেরির ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে। এ সিরিজ খেলতে শুক্রবারই দেশ ছাড়বে জাহানারাবাহিনী। এ সফরের জন্য এরইমধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করা হয়ে গেছে। যেই দলে অধিনায়ক থাকছেন জাহানারা আলম। তার ডেপুটি রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা ম ল, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, সুরাইয়া আজমিন ও জান্নাতুল ফেরদৌস রয়েছেন। স্ট্যান্ডবাই আছেন দুইজন-শারমিন আক্তার ও শায়লা শারমিন। টি২০তে বুমরাহর রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছেন জাসপ্রিত বুমরাহ। গত জানুয়ারিতে অভিষেকের পর এ পর্যন্ত ২১ ম্যাচে ভারতীয় পেসারের মোট উইকেট ২৮। আগে যেটি ছিল ডার্ক ন্যানেসের দখলে। ২০১০ সালে ১৪ টি২০তে ২৭ উইকেট নিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি২০তে ২ উইকেট নিয়ে ন্যানেসকে ছাড়িয়ে যান বুমরাহ। প্রথম ম্যাচেও সমান উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী তরুণ এই ডানহাতি পেসার। ৪ ওয়ানডেতে নিয়েছেন ১১ উইকেট। এবারের আইপিএলে ঝুলিতে পুড়েছিলেন ১৫ উইকেট। সত্যি রঙিন পোশাকে দারুণ কার্যকর এক পেসার।
×