ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রানী ভিক্টোরিয়ার মুকুট বলে কথা

প্রকাশিত: ০৬:০০, ২৯ আগস্ট ২০১৬

রানী ভিক্টোরিয়ার মুকুট বলে কথা

রানী ভিক্টোরিয়ার মুকুট বলে কথা। মুকুটটি অন্য কোন দেশের হাতে পড়তে পারে এ ভয়ে এটির ওপর অস্থায়ী বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল ব্রিটিশ সরকার। ১৮৪০ সালে প্রিন্স আলবার্ট তাদের বিয়ের জন্য নীলমণি ও হীরকসহ অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে মুকুটটি তৈরি করেন। মুকুটটির বর্তমান বাজার মূল্য ৫০ লাখ পাউন্ড। ব্রিটেনের সংস্কৃতি বিষয়কমন্ত্রী ম্যাট হ্যানকক মুকুটটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেন। তিনি বলেন, মুকুটটি ব্রিটেনের ইতিহাসের অন্যতম বিখ্যাত প্রেমের গল্পের সঙ্গে মিশে আছে। ১১ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যরে মুকুটটি তৈরিতে ১১টি নীলকান্তমণি পাথর স্বর্ণের ওপর বসানো হয়েছে। আর হীরকখ-গুলো বসানো হয়েছে রৌপ্যের ওপর। রানী ভিক্টোরিয়ার আমলে মুকুটটি অন্যতম মূল্যবান অলঙ্কার হিসেবে বিবেচিত ছিল। কারণ প্রিন্স আলবার্ট তাদের বিয়ের আগের দিন এ মুকুট এবং নীলা পাথর ও হীরার সঙ্গে মিল করে একটি ব্রোচ (এক প্রকার পিন) ভিক্টোরিয়াকে উপহার দিয়েছিলেন। ১৮৬১ সালে প্রিন্স আলবার্ট মারা যান। এজন্য ১৮৬৬ সাল পর্যন্ত এ মুকুট পরেননি রানী ভিক্টোরিয়া। ম্যাট হ্যানকক বলেন, রানী ভিক্টোরিয়া বিষয়ক গবেষণায় মুকুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এটি ব্রিটেনের বাইরে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ এ মুকুটের সঙ্গে আমাদের ইতিহাস জড়িয়ে আছে। এটিকে জনসম্মুখে প্রদর্শনের পরামর্শ দেন তিনি। Ñডেইলি মেট্রো ও রেডিট ডটকম।
×