ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা বানাবেন না ॥ যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রকাশিত: ০৪:০৪, ২৮ আগস্ট ২০১৬

পাকিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা বানাবেন না ॥ যুক্তরাষ্ট্রের আহ্বান

পাকিস্তান সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় নয় বিষয়টি নিশ্চিত করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর সন্ত্রাসী গ্রুপগুলোর কর্মকাণ্ড বা পরিচয় নিয়ে কোন ধরনের পার্থক্য করাও উচিত হবে না বলে জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো শুক্রবার সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের আশ্রয়স্থল না বানানোর বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা অবহিত করেছি পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ে। তিনি বলেন, আমরা পাকিস্তানকে তাদের প্রতিশ্রুতি অনুসরণ করার জন্য চাপ দিয়েছি। তাদেরই রাষ্ট্রীয় প্রতিশ্রুতি যাতে সন্ত্রাসী গ্রুপগুলোর কর্মকা- বা পরিচয় নিয়ে বৈষম্য না করতে। পাকিস্তানী সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছিলেন, এক্ষেত্রে তারা কোন বৈষম্য করবে না। এই কথাটিও তুলে ধরেন ট্রুডো। এলিজাবেথ ট্রুডো বলেন, কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে সন্ত্রাসী হামলা হচ্ছে আফগানিস্তানে সেরা ও উজ্জ্বলতম প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলা। এর মানে হলো আমরা সবাই আরও কিছু করতে পারি। তিনি বলেন, শুধু এই হামলা নয়, যেন এই ধরনের হামলা আর না ঘটে সেজন্য অতীতে আমরা যেভাবে ভূমিকা পালন করেছি সেভাবে আফগানিস্তান এবং পাকিস্তান সরকারকে আমরা একসঙ্গে কাজ করতে উৎসাহিত করেছি। দুইদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে সহিংস উগ্রপন্থা ব্যাপকভাবে মোকাবেলা করতে হবে। বুধবার সন্ধ্যায় আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে জঙ্গী হামলায় নিহত হয় ১৬ ব্যক্তি। -এনডিটিভি খ্যাতনামা মার্কিন থিঙ্ক ট্যাংকগুলোর অভিনব পন্থায় চাঁদাবাজি এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার লেবাস লাগিয়ে চাঁদাবাজির অভিনব কৌশল অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা থিঙ্ক ট্যাংকগুলো। যারা মোটা অংকের অনুদান দেয়, তাদের ব্যবসা-বাণিজ্যেও প্রশংসাসূচক মতামত বা মন্তব্য প্রদান করা হয়। জরিপের নামেও এই প্রক্রিয়া অবলম্বন করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন দেশের মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকার কিংবা অর্থনৈতিক কার্যক্রমসহ সর্বসাধারণের জীবনমান সম্পর্কিত বিবৃতিও একই আলোকে দেয়া হয়। আর এমন তথ্য উঠে এসেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস ও নিউ ইংল্যান্ড সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোটিংয়ের মাধ্যমে। ‘রসার্চার্স অর কর্পোরেট এ্যালাইস? ডথঙ্ক ট্যাংক ব্লার দি লাইন’ শিরোনামে চলতি মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
×