ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হঠাৎ বেলজিয়ামে টম

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

হঠাৎ বেলজিয়ামে টম

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বিকেলে দলকে নিয়ে অনুশীলনে যাওয়ার কথা থাকলেও জরুরী ভিত্তিতে নিজ দেশ বেলজিয়াম চলে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টম সেইন্টফিট। সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকতেই ৪৩ বছর বয়সী টমের এমন তড়িঘড়ি করে চলে যাওয়া। কারণ এটি তাদের প্রথম সন্তান। চিকিৎসকের দেয়া সূচীমতে সম্ভাব্য ১২ সেপ্টেম্বর সন্তান প্রসবের কথা থাকলেও পরশু রাতে হাসপাতালে নিতে হয়েছে টমের স্ত্রীকে। মানবিক খাতিরেই তাই কোচকে ছুটি দিয়েছে বাফুফে। তিনি ফিরবেন আগামী সোমবারÑ এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন। সেইন্টফিটের অনুপস্থিতিতে ফুটবলারদের অনুশীলনের দায়িত্ব বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলি ও দক্ষিণ আফ্রিকান ফিটনেস কোচ রাডো বার্ডিন এবং স্থানীয় সহকারী কোচ জাকারিয়া বাবু ও মোস্তফা আনোয়ার পারভেজ বাবু। চার গোলরক্ষক শহীদুল আলম সোহেল, আশরাফুল রানা, মোস্তাকুর রহমান মোস্তাক ও মোহাম্মদ নেহালের জন্য রয়েছেন নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ড।
×