ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মার্কিন মুলুকের ফ্লোরিডায় প্রথম ম্যাচ আজ

উইন্ডিজ-ভারত টি২০ দ্বৈরথ

প্রকাশিত: ০৪:৩১, ২৭ আগস্ট ২০১৬

উইন্ডিজ-ভারত টি২০ দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিটের মতোই উইন্ডিজ সফর শুরু করেছে ভারত। চার টেস্টের সিরিজটা বিরাট কোহলির দল জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। টি২০তে যে এমন হবে না, সেটি অনুমেয়। কারণ অধিনায়ক (কার্লোস ব্রেথওয়েট) নতুন হলেও, ছোট্ট ফরমেটের উইন্ডিজ দলে ফিরেছেন এক ঝাঁক অভিজ্ঞ পারফর্মার, যাদের নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ক্যারিবীয়রা। দারুণ শুরুর অপেক্ষায় তরুণ এই সেনাপতি। স্বাগতিক হলেও কথাটা পুরোপুরি ঠিক নয়। দুই ম্যাচ সিরিজের টি২০ অনুষ্ঠিত হচ্ছে মার্কিন মুলুকের ফ্লোরিডায়। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির জন্য এটি নতুন চ্যালেঞ্জ। ভারতকে দু-দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়কের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। ইতোমধ্যে কোহলির কাছে ওয়ানডে-টি২০’র নেতৃত্ব সপে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি! গত মার্চে মুম্বাইয়ে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে (৭ উইকেটের জয়) ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে চার ছক্কায় নায়ক বনে গিয়েছিলেন ব্রেথওয়েট। বলা হয় ওই এক ম্যাচের নৈপুণ্যই ড্যারেন সামিকে সরিয়ে তাকে নেতৃত্বের আসনে বসিয়েছে। সেই ব্রেথওয়েট স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘ভারতকে আবারও হারানোর জন্য প্রস্তুত তার দল।’ সেই সামর্থ্য যে তাদের রয়েছে স্কোয়াডের চেহারাই সেটি বলে দেয়। টি২০তে আছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরেন পোলার্ড, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইনের মতো তারকা! বিভিন্ন ঝামেলায় এদের কেউই টেস্ট দলে নেই। কোচ ফিল সিমন্সও এত এত তুখোড় ক্রিকেটার নিয়ে প্রত্যয়ী। ওয়াংখেড়ে বিশ্বকাপের সেমিতে ভারত সেদিন ১৯২ রানের বিশাল স্কোর গড়ে হেরেছিল। কোহলির অসামান্য ইনিংসও কাজে লাগেনি। টেস্ট সিরিজের পর ফিরেছেন ধোনি। মার্কিন মুলুকের ফ্লোরিডায় টি২০’র এই রোমাঞ্চে দায়িত্ব তার কাঁধে। রাডারহিলের এই মাঠে এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ছয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রচুর সংখ্যক উইন্ডিজবাসী আছেন, সুতরাং ১৫ হাজার ধারণক্ষমতার ছোট গ্যালারি ভরে যাবে নিশ্চয়ই। এই প্রথম আমেরিকায় আন্তর্জাতিক ম্যাচ খেলছে ক্রিকেটের মোড়ল ভারতীয়রা। ইন্ডিয়ান বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘এটা হবে দারুণ অভিজ্ঞতা। ভবিষ্যতেও আমরা এখানে খেলব।’ ফ্লোরিডার আয়োজনে খুশি কোচ অনিল কুম্বলেও। সাবেক গ্রেট লেগস্পিনার বলেন, ‘পরিবেশ চমৎকার। আমেরিকাতে এই ধরনের সিরিজ বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক।’ ২০০৯ থেকে এ বছর বিশ্বকাপ পর্যন্ত দু-দল মোট ৫ টি২০ খেলছে, যেখানে ৩ জয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
×