ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরাসী হোন, নয়ত দেশ ছাড়ুন ॥ সারকোজি

প্রকাশিত: ০৪:০৮, ২৭ আগস্ট ২০১৬

ফরাসী হোন, নয়ত দেশ ছাড়ুন ॥ সারকোজি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি অভিবাসীদের কঠোর ভাষায় আক্রমণ করে তাদের উদ্দেশে বলেছেন, ফরাসী হোন নয়ত চলে যান নিজ দেশে। তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন ইইউ বিধিরও। তিনি বলেন, সকল ইইউ সদস্য রাষ্ট্রের জন্য একটি বলিষ্ঠ অভিবাসন নীতি গ্রহণে সংস্থা সম্মত না হওয়া পর্যন্ত অভিবাসীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের একত্রীকরণ অবশ্য স্থগিত করা হবে। খবর এক্সপ্রেস অনলাইনের। সারকোজি অভিবাসী সঙ্কটের আলোকে সাধারণ জ্ঞান প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। ডানপন্থী এ রাজনীতিবিদ আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কথা বলছিলেন। তিনি বলেন, এ সমস্যা মোকাবেলা করা হবে। তিনি বৃহস্পতিবার লে ফিগারোয়ে এক সাক্ষাতকারে বলেন, আমার লক্ষ্য হচ্ছে, ফ্রান্সের কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং এ প্রজাতন্ত্রকে রক্ষা করা। তিনি বলেন, ফ্রান্সে বর্তমান পরিস্থিতি অত্যন্ত মারাত্মক এবং তার দেশের জন্য এখন প্রয়োজন এমন একজন যিনি হবেন দক্ষ, উদ্যমী ও দৃঢ়প্রতিজ্ঞ এবং যার থাকবে দেশকে স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনার কর্তৃত্ব। সারকোজি অভিবাসীদের ব্যাপারে তার অনমনীয় অবস্থানের জন্য সুবিদিত এবং তার অভিপ্রায় হচ্ছে, ফ্রান্সে অভিবাসী আগমন বন্ধ করা এবং বিষয়টি খুবই স্পষ্ট। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এ সিদ্ধান্তের কথা সোমবার প্রকাশ করেছেন। সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট হলে ফ্রান্স মানবাধিকার বিষয়ক ইউরোপীয় আদালতের ৮ম অনুচ্ছেদ নিয়ে পুনরালোচনা করবে। এ অনুচ্ছেদেই অভিবাসী পরিবারের সদস্যদের একত্রীকরণ বিষয় উল্লেখ রয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞানের আশ্রয় নিতে হবে আমাদের এবং বর্তমান অভিবাসী সঙ্কটের আলোকেই এ বিধির ব্যাখ্যা করতে হবে। পরিবার একত্রীকরণ আইন প্রণয়ন করা হয় ১৯৭৬ সালে। তখন এখানে বেকার সমস্যা ছিল বেশ কম এবং সমাজে সমন্বিত হতে কোন সমস্যা ছিল না। কিন্তু সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই ইইউ সকল সদস্য রাষ্ট্রের জন্য একটি বলিষ্ঠ অভিবাসন নীতি নিয়ে এগিয়ে না আসা পর্যন্ত ফ্রান্স অবশ্য অভিবাসীদের সকল অধিকার স্থগিত করবে এবং এর সীমান্তে আরও কড়া ব্যবস্থা প্রয়োগ করবে। সারকোজি বলেন, কোন বিদেশী পাঁচ বছরের বেশি সময় এ দেশে অবস্থান করার পরই কেবল তাকে সামাজিক সুবিধা গ্রহণে অনুমতি দেয়া যাবে এবং তাকে ফরাসী নাগরিকত্ব দেয়ার জন্য সময় নির্ধারণ করা উচিত দশ বছর, পাঁচ বছর নয়। উপরন্তু তিনি বলেন, ফরাসী হওয়া মানে তাকে জানতে হবে ফরাসী ভাষা, ইতিহাস এবং গ্রহণ করতে হবে অভিন্ন জীবনধারা। ৯ হাজারের বেশি অভিবাসী বর্তমানে ক্যালে জঙ্গলে তাঁবুতে অবস্থান করছে। তিনি আরও বলেন, স্কুল শিশুদের ফরাসী ভাষায় কথা বলতে জানতে হবে প্রথমত এবং এরপর অন্য ভাষা জানার বিষয়টি আসতে পারে। কোন বিদেশী ফরাসী সমাজের সঙ্গে নিজেকে সমন্বয় না করলে তাকে ফরাসী নাগরিকত্ব দেয়া হবে না। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, কোন বিদেশী এমন কথা বলতে পারবে না যে, আমি ফরাসী হব, কিন্তু আমি চলব আমার নিজস্ব পথে।
×