ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ আগস্ট ২০১৬

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাউদাম্পটনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬০ রান করে পাকিস্তান। অতীত পরিসংখ্যানটাই বলে দিচ্ছিল আগেভাগেই হেরে গেছে তারা। এ মাঠে কোন দল আগে ব্যাট করে ২০১২ সালের পর কখনও ২৮৫ রানের নিচে ইনিংস গড়েনি। তবু পাকদের সম্ভাবনা ছিল। কারণ সর্বশেষ ৫ ওয়ানডেতেই এখানে হেরে গেছে ইংল্যান্ড। কিন্তু ম্যাচে হানা দিল বৃষ্টি। দারুণ ব্যাটিং করে ৩৪ ওভারেই ৩ উইকেটে ১৯৩ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। বৃষ্টির হানায় দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচ। তবে ৩ বল গড়াতেই আবার বৃষ্টি হামলে পড়লে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৪ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। টস জিতেই ব্যাট হাতে নেয় পাকরা। অধিনায়ক আজহার আলী গত ১২ ইনিংসে কোন ফিফটি পাননি। এদিন শুরু থেকেই দারুণ খেলে ফিফটি আদায় করেন। গত বছর জুলাইয়ে সর্বশেষ ফিফটি হাঁকিয়েছিলেন পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে (৭৯ রান)। এদিন খেলেন ১১০ বলে ৯ চারে ৮২ রানের ইনিংস। তবে সতীর্থরা শারজিল খান (১৬) ও মোহাম্মদ হাফিজ (১১) তেমন সুবিধা করতে পারেননি। তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে ৬১ এবং চতুর্থ উইকেটে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে ভাল একটি ইনিংস গড়ার ভিত দেন আজহার। বাবর ৪২ বলে ৪ চারে ৪০ ও সরফরাজ ৫৮ বলে ৩ চারে ৫৫ রান করেন। ৬ উইকেটে ২৬০ রানের লড়াকু সংগ্রহ পায় পাকরা। লেগস্পিনার আদিল রশিদ ৫১ রানে নেন দুই উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই এ্যালেক্স হেলসকে (৭) হারায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় উইকেটে জেসন রয় ও জো রুটের জোড়া ফিফটিতে ৮৯ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। দুর্দান্ত ফর্মে থাকা রয় ৫৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৫ এবং রুট ৭২ বলে ৬ চারে ৬১ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক ইয়ন মরগান (৪৯ বলে ৩৩) ও বেন স্টোকস (২০ বলে ১৫) সাবলীল ছন্দেই ব্যাট করছিলেন। কিন্তু ৩৪ ওভার পর বৃষ্টি নামলে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে ৪৮ ওভারে ২৬৬ রানের টার্গেট নিয়ে আবার খেলা শুরু হলেও ৩ বল পরই তুমুল বৃষ্টিতে আর খেলা হয়নি। ৩৪.৩ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলা ইংল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৪ রানে জয়ী ঘোষণা করা হয়। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১০ ওয়ানডেতে এটি ইংল্যান্ডের নবম জয়। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কোন দলের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল পাকরা গত বছর ইংল্যান্ডের বিপক্ষেই। এরপর টানা ৬ ম্যাচ হারল তারা। স্কোর ॥ পাকিস্তান ইনিংস- ২৬০/৬; ৫০ ওভার (আজহার ৮২, সরফরাজ ৫৫, বাবর ৪০; রশিদ ২/৫১)। ইংল্যান্ড ইনিংস- ১৯৬/৩; ৩৪.৩ ওভার (রয় ৬৫, রুট ৬১, মরগান ৩৩*; নাওয়াজ ১/৩১, গুল ১/৪৬)। ( প্রয়োজন ছিল ৩৪.৩ ওভারে ১৫১) ফল ॥ বৃষ্টি আইনে ৪৪ রানে জয়ী ইংল্যান্ড। ম্যাচসেরা ॥ জেসন রয় (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
×