ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করল দুর্বৃত্ত

প্রকাশিত: ০৯:৩০, ২৫ আগস্ট ২০১৬

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করল দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্ত। ওই ছাত্রীর নাম সুরাইয়া আক্তার রিশা (১৫)। দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। রিশা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পেটের বাঁ পাশে ও বাঁ হাতে ছুরিকাঘাত করা হয়েছে। রিশার বাসা বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায়। উইলস লিটল ফ্লাওয়ারের একাদশ শ্রেণীর ছাত্র রাফি জানায়, সে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে কলেজে যাচ্ছিল। এ সময় চিৎকার শুনে ফুটওভার ব্রিজের ওপরে গিয়ে রিশাকে আহত অবস্থায় দেখতে পায় এবং একজনকে দৌড়ে পালাতে দেখে। তারপর সেখান থেকে উদ্ধার করে আহত রিশাকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। রমনা থানার পুলিশ জানায়, রিশার পেটের বাঁ পাশে ও বাঁ হাতে ছুরির আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর। আহতের মা তানিয়া হোসেন জানান, ৫ থেকে ৬ মাস আগে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং মলে বৈশাখী টেইলার্স নামে একটি টেইলার দোকানে জামা বানাতে দেয় রিশা। ওই সময় তার মোবাইল নম্বরটিও দেয়া হয়। এরপর থেকে ওই টেইলারের দোকানের একজন কাটিং মাস্টার তার মেয়েকে প্রায়ই ফোন করে উত্ত্যক্ত করত। পরে বাধ্য হয়ে সেই সিম বন্ধ করে দেয়া হয়। এরপর স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই ওই কাটিং মাস্টার তার মেয়েকে বিরক্ত করত। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকত। তিনি ধারণা করছেন, ওই কাটিং মাস্টার এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরও বলেন, তার নাম জানা নেই। তবে ওই ছেলের চেহারা তার মেয়ের জানা রয়েছে। কিন্তু হাসপাতালে জরুরী ভিত্তিতে মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এবার ভাটারায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে আহত ॥ রাজধানীর ভাটারায় আতিয়ার মোল্লা (২৮) নামের একজনকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাটারা মোড়ে আকতার ফার্নিসার্স লিমিটেড নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। দোকানের কর্মচারী মোঃ মমিন মিয়া জানান, ১২-১৩ জন কর্মচারী কাজ করছিলাম। মামুন নামে এক কর্মচারী আতিয়ার মোল্লার পায়ুপথে কমপ্রেসার মেশিন চেপে ধরে। পেট ফুলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তার পেট অস্বাভাবিক ফুলে যাওয়ায় অবস্থা গুরুতর। বিকাশের মাধ্যমে প্রতারণা, গ্রেফতার ৩ ॥ বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- মোঃ সাইফুল ইসলাম, মোঃ আশরাফুল আলম ও মোঃ শরিফুল ইসলাম।
×