ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ প্রতিবাদে ভাংচুর

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ আগস্ট ২০১৬

গৃহবধূকে পিটিয়ে হত্যা ॥ প্রতিবাদে ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট ॥ সোনারগাঁও উপজেলার পশ্চিম হামছদী গ্রামে যৌতুকের দাবিতে ঝুমা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহত গৃহবধূর আত্মীয়-স্বজনরা স্বামীর বাড়িঘর ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বৈদ্যেরবাজার ইউনিয়নের পশ্চিম হামছাদী গ্রামের নবী হোসেনের ছেলে সোহাগ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী দামোদরদী গ্রামের সোলায়মান মিয়ার মেয়ে ঝুমা আক্তারের সাত মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুকের দাবি করে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যৌতুকের টাকার জন্য গৃহবধূ ঝুমা আক্তারকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য চাপপ্রয়োগ করে। গৃহবধূ যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে মারধর করা হয়। সকালে গৃহবধূর লাশ বাড়িতে ফেলে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। নিহত গৃহবধূ ঝুমা আক্তারের ভাই সালাহউদ্দিন জানান, ঝুমা আক্তার মঙ্গলবার গভীর রাতে মোবাইলে তাকে নির্যাতনের ঘটনা জানায়। সকালে বোনের শ্বশুরবাড়িতে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সোনারগাঁও থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যৌতুকের দাবিতে স্ত্রী ঝুমা আক্তারকে তার স্বামী মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৪ আগস্ট ॥ বুধবার দুপুরে মহম্মদপুরের যশপুরে সড়ক দুর্ঘটনায় রহিমা খাতুন (২৫) নামে এক মহিলা নিহত এবং ৩ জন আহত হয়েছে । রহিমা খাতুনের স্বামীর নাম বেলার মোল্লা। বাড়ি যশপুর। এই ঘটনায় ৩ জন আহত হয়। তারা হলেন লিপি, শোভা, মিনা। তাদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস যশপুরে একটি ব্যাটারি চালিত ভ্যানরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং ৩ জন আহত হয় । হতাহতদের সবাই রিকশাভ্যানের যাত্রী।
×