ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফর ॥ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ দফা দাবি

প্রকাশিত: ০৬:২৫, ২৫ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রীর সফর ॥ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৫ দফা দাবি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে মঙ্গলবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠনের জন্য শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিনামাও উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে, ১. অনতিবিলম্বে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি ‘সার্বজনীন সংবর্ধনা কমিটি’ গঠন করা। ২. বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ ইতোমধ্যে পাঁচ বছর অতিবাহিত হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ। ৩. প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সফরকে সাফল্যম-িত করার জন্য বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে সৃষ্ট দ্বিধাবিভক্তি দূর করে তাদের যথাযথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করা। ৪. প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যম-িত করতে এখন থেকে সর্বাত্মক প্রচার ও সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ৫. বিএনপি-জামায়াতের যে কোন অপচেষ্টাকে শক্তহাতে প্রতিরোধ করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ। ওজন কমাতে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গবেষকরা ১০১ জন নারীর ওপর সমীক্ষা চালিয়ে বলেন, অগোছালো রান্নাঘর অতিরিক্ত ক্যালরি গ্রহণে প্ররোচিত করে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রান্নাঘরের তুলনায় অগোছালো রান্নাঘর থেকে সামান্য কুকি-জাতীয় খাবারের পরিমাণও দ্বিগুণ হয়। এটি নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। -আইএএনএস বয়সের চিন্তায় স্মৃতিভ্রষ্টতা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, বয়স নিয়ে বেশি মাথা ঘামালেই বয়সের ছাপ বেশি পড়ে এবং একটা সময় স্মৃতিশক্তিও লোপ পায়। এ বিষয়ে গবেষকরা ছয় হাজার মার্কিন নাগরিককে নিয়ে গত চার বছর ধরে একটি সমীক্ষা চালান। দেখা যায়, বয়স বেড়ে যাওয়া নিয়ে অস্বাভাবিক বাতিক রয়েছে, এমনদের মধ্যে ২৯ শতাংশ মানুষ আগে থেকে জানা জিনিস ইতোমধ্যেই ভুলতে শুরু করেছেন। বয়স নিয়ে অল্প খুঁতখুঁতে স্বভাব লক্ষ্য করা যায় ১৮ শতাংশ মানুষের মধ্যে। ভবিষ্যতে তারাও ছোটখাটো ঘটনা ভুলে যেতে পারেন। -ওয়েবসাইট
×