ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ আগস্ট ২০১৬

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পরীবাগে বহুতল ভবন থেকে পড়ে এক কিশোরী গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছে। এদিকে কদমতলী থানা এলাকা থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর পরীবাগের দিগন্ত টাওয়ারের ১৫ তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে সুমাইয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই ভবনটির ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান, শান্তা দিগন্ত হোল্ডিং লিমিটেড ভবনের ১৪ তলার আব্দুল কাদের সরদারের বাসায় কাজ করত সুমাইয়া। তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটা আওয়াজ পেয়ে বের হয়ে দেখি গৃহকর্মী সুমাইয়া রক্তাক্ত অবস্থায় বাসার গ্রাউন্ড ফ্লোরের ছাউনিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গৃহকর্তা আব্দুল কাদের সরদার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। তিনি বলেন, আমি কথা বলতে ইচ্ছুক নই। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই গৃহকর্মী ১৪ তলা থেকে কিভাবে পড়ল। নাকি অন্য কিছু। তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে পুলিশের একটি টিম গিয়ে ওই গৃহকর্মীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ॥ রাজধানীর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী ৮নং বাসের চাপায় শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শফিকুর কোর্টে দলিল লেখার কাজ করতেন। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় সপরিবারে থাকতেন। এদিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় গাড়ির ধাক্কায় মোঃ শাহাবুদ্দিন (৪০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দিন ট্রাফিক পশ্চিম ডিভিশনে কর্মরত ছিলেন। তিন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ॥ সোমবার মধ্যরাতে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফাতরকৃতরা হলো- শফিকুর রহমান (৪৫), আঃ রশিদ কাইয়ুম (৩৮) ও মিন্টু খান (৪৩)। এ সময় তাদের কাছে থেকে একটি ওয়াকিটকি সেট ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। উত্তরায় চার মাদক ব্যবসায়ী আটক ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১নং রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
×