ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরণে নিউইয়র্কে আলোচনা সভা

প্রকাশিত: ০৬:২৯, ২২ আগস্ট ২০১৬

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরণে নিউইয়র্কে  আলোচনা সভা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদ-প্রাপ্তদের যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার স্বার্থে প্রয়োজন ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও কানাডায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচীতে বিশ্বাসী কূটনীতিক’। এমনই অভিমত পোষণ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী (৭৬)। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত তিনজন এবং একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদ-প্রাপ্ত আরও তিনজন বসবাস করছেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তাদের ফিরিয়ে নিতে বেশ কয়েকবার তৎপরতা চালানোর সংবাদ মিডিয়ায় প্রকাশ পেলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশেষ করে এসব দ-প্রাপ্ত ঘাতকের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র ও কানাডার বিচার বিভাগের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগকে প্রদান করা হয়নি বলে ইমিগ্রেশন বিষয়ক এ্যাটর্নিরা জানান।
×