ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভূগোল ও পরিবেশ

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৫, ২১ আগস্ট ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. জোয়ার ভাটার ফলে নদীতে পলি ও আবর্জনা জমতে পারে না কোথায়? ক) উপকূলে খ) নদীর মাঝে গ) নদীর মোহনায় ঘ) পাড়ে ২.ভূগোলবিদ ইরাটসথেনিস কোন দেশের অধিবাসী? ক) ফ্রান্স খ) গ্রিস গ) ইংল্যান্ড ঘ) জার্মান ৩.একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে তাকে কী বলে? ক) নকশা খ) দলিল গ) মানচিত্র ঘ) কম্পিউটার ৪.সমুদ্রসীমার জন্য বাংলাদেশ মায়ানমারের বিরুদ্ধে কোথায় মামলা দায়ের করে? ক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল খ) সালিশ ট্রাইবুনাল গ) সমুদ্র আইন বিষয়ক ট্রাইবুনাল ঘ) আন্তজার্তিক সালিশ ট্রাইবুনাল ৫.নদীর ক্ষয়জাত ভূমিরূপ হলো- র. পলল কোণ রর. ক্যানিয়ন ররর. জলপ্রপাত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬.পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়- র. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে রর. জাপান উপকূলে ররর. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭.ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত? ক) ১০০০ কিমি. খ) ১০০০০ কিমি. গ) ১০০০০০ কিমি. ঘ) ২০০০০ কিমি. ৮. কোনটি পাতালিক শিলার উদাহরণ? ক) পরফাইরি খ) ডেলোমাইট গ) চার্ট ঘ) গ্রানাইট ৯.নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে সড়ক নির্মাণ কষ্টসাধ্য কেন? ক) মৃত্তিকা নরম খ) কালভার্ট ও ব্রিজি নির্মাণ করতে হয় গ) ভূমি ঢালযুক্ত ঘ) বন্ধুর ভূপ্রকৃতি ১০.বাংলাদেশের কোন অঞ্চলে বাঁশ ও বেত প্রচুর পাওয়া যায়? ক) সিলেটে খ) খাগড়াছড়ি গ) বান্দরবান ঘ) রাঙামাটি ১১.কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য? ক) দ্রুত উষ্ণ হয় খ) দ্রুত ঠান্ডা হয় গ) ধীরে ধীরে ঠান্ডা হয় ঘ) ক ও খ উভয়ই ১২.খরার প্রভাবে মাটি হারিয়ে ফেলে – র. স্বাভাবিক বৈশিষ্ট্য রর. কোমলতা ররর. রুক্ষভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩.বায়ুমন্ডলের কোন স্তরটি সমমন্ডলের অন্তর্ভুক্ত নয়? ক) ট্রপোমন্ডল খ) মেসোমন্ডল গ) স্ট্রাটোমন্ডল ঘ) তাপমন্ডল ১৪.কোনটি শিল্প গড়ে ওঠার নিয়ামক? র. শক্তিসম্পদের সান্নিধ্য রর. মূলধন ররর. শ্রমিক সরবরাহ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫.ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে- র. প্রযু্ক্িতর বিকাশ রর. নতুন আবিষ্কার ররর. মূল্যবোধের পরিবর্তন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬.গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়- ক) অগ্রবর্তী খ) পশ্চাদবর্তী গ) সমান ঘ) কোনোটিই নয় ১৭.বাংলাদেশের উপকূল পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান কেমন হবে? ক) সংকীর্ণ খ) প্রশস্ত গ) অতি সংকীর্ণ ঘ) অধিক প্রশস্ত ১৮.কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতার পত্তন হয়? ক) ৭ম শতাব্দী খ) ৮ম শতাব্দী গ) ৯ম শতাব্দী ঘ) ১০ শতাব্দী ১৯.কোন শিলায় কোনো জীবাশ্ম নেই? ক) পাললিক শিলা খ) অপত্রায়ন শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) আগ্নেয় শিলা ২০.বুধ গ্রহের ব্যাস কত? ক) ৪,৮৫০ কি.মি. খ) ১২,১০৪ কি.মি. গ) ১২,৬৬৭ কি.মি. ঘ) ৬,৭৮৭ কি.মি. ২১.কোনটি পরিবেশের প্রধান উপাদান নয়? ক) কৃষিজ সম্পদ খ) বনজ সম্পদ গ) পানি ঘ) ক ও খ উভয়ই ২২.অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী বাংলাদেশের পোশাক শিল্প থেকে শতকরা কত ভাগ আয় হয়েছিল? ক) ৭০ ভাগ খ) ৭৫.১০ ভাগ গ) ৭৭.১৭ ভাগ ঘ) ৮০.২০ ভাগ ২৩.জনসংখ্যা বৃদ্ধির ফলে অন্যান্য প্রাণীর কী প্রভাব পড়ছে? ক) খাদ্য সংকট খ) আবাসস্থল ধ্বংস গ) শিকারের ক্ষেত্র হারাচ্ছে ঘ) বনভূমি ধ্বংস ২৪.বাংলাদেশের অক্ষাংশ কত ডিগ্রি? ক) ২০০ ০১' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা খ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা গ) ২০০ ৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা ঘ) ২০০ ৩৮' উত্তর অক্ষরেখা থেকে ২৬০ ৩৮' উত্তর অক্ষরেখা ২৫.বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে? ক) সম্পৃক্ত বায়ু খ) শিশিরাঙ্ক গ) বায়ুর আদ্রতা ঘ) আদ্র বায়ু ২৬.কোন সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়? ক) গভীর খ) নিরক্ষীয় অঞ্চলের গ) অগভীর ঘ) মেরু অঞ্চলের ২৭.কোন শিলার কোনো স্তর নেই? ক) পাললিক শিলা খ) অপত্রায়ন শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) আগ্নেয় শিলা ২৮.বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে- র. ভূমিকা রোধে রর. জীববৈচিত্র্য ধ্বংসে ররর. বন্যা নিয়ন্ত্রণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯.সংঘবদ্ধ বসতি শহরে বা নগরে পরিণত হয় কখন? ক) অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হলে খ) বাসগৃহগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে ঘ) কালক্রমে সঠিক উত্তর: ১. (গ) ২. (খ) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (ক) ৭. (খ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (ক) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (গ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (গ)
×