ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মস্কোয় পুলিশের ওপর হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশিত: ০৫:৪৬, ২০ আগস্ট ২০১৬

মস্কোয় পুলিশের ওপর হামলার দায় স্বীকার আইএসের

রাশিয়ায় মস্কোর কাছে ট্রাফিক পুলিশের উপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বুধবার দুই পুলিশ সদস্যের উপর হামলা চালানোর সময় উভয় হামলাকারীই গুলিতে নিহত হয়েছেন। দুই হামলাকারীই মধ্য এশিয়া থেকে এসেছেন বলে জানা গেছে। খবর বিবিসির। হামলাকারী দুজন আগ্নেয়াস্ত্র এবং কুড়াল নিয়ে মস্কোর পূর্বাংশে বালাসিকায় পুলিশের উপর হামলা চালিয়েছিলেন। আইএস গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত আমাকের মাধ্যমে জঙ্গী গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। বুধবার বিশেষ রুশ বাহিনী সেন্ট পিটার্সবার্গের একটি এ্যাপার্টমেন্ট ব্লকে পৃথক এক অভিযানে সন্দেহভাজন চার বিদ্রোহী জঙ্গীকে হত্যা করে। রাশিয়া উত্তর ককাসে দীর্ঘদিন ধরেই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। হাইতিতে কলেরা মহামারী দায় স্বীকার জাতিসংঘের, তবে ক্ষতিপূরণ দেবে না ক্যারিবীয় অঞ্চলের দরিদ্র দেশ হাইতিতে ২০১০ সালে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়লে তাতে দশ হাজার মানুষ মারা যায়। সেসময় প্রায় ছয় লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল। কিন্তু প্রথমবারের মতো এবারই এক প্রতিবেদনে বিষয়টির জন্য নিজের দায় স্বীকার করে নিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ঘটনায় সংস্থার অবস্থান ছিল নৈতিকভাবে বিবেকবর্জিত এবং আইনত অসমর্থনীয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় বারবারই দাবি করা হয়েছে, হাইতিতে কর্মরত জাতিসংঘের নেপালী শান্তিরক্ষী বাহিনীর দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণেই কলেরা আক্রান্ত নেপালী সেনাদের মাধ্যমে হাইতিতে কলেরার জীবাণু ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটির পয়ঃনিষ্কাশন পাইপ ফেটে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। -বিবিসি আফগান শান্তি প্রক্রিয়ায় চীনের ভূমিকার বিরোধী নয় কাবুল ॥ রাষ্ট্রদূত আফগান শান্তি প্রক্রিয়ায় চীনের ভূমিকার বিরোধী নয় কাবুল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর জাখিলওয়াল সম্প্রতি এক্সপ্রেস ট্রিবিউনকে একথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। তিনি বলেন, চীন ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, কারণ আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে চীনের ভাল সম্পর্ক রয়েছে। এ অঞ্চলে চীনের নিরাপত্তাগত ও অর্থনৈতিক স্বার্থ আফগানিস্তানের আশা-আকাক্সক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কাজেই আমরা চীনের ভূমিকার বিরোধী নই। শান্তি আলোচনায় চীনের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত ঐসব মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তান চর্তুপক্ষীয় শান্তি আলোচনার পূর্বশর্তগুলো বাদ দিয়েছে। কিন্তু তালেবান শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে স্প্রিং অফেন্সিভ শুরু করেছে। তারা কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী বোমা হামলায় শত শত নিরীহ লোকজনকে হত্যা করেছে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কাবুলে ১৯ এপ্রিল সংঘটিত আত্মঘাতী বোমা হামলা। তালেবান যে আলোচনা চায় না, ঐ হামলা চালিয়ে তালেবান সেই বার্তাই দিল। ওজন কমাতে রোগাবন্ধু যুক্তরাষ্ট্রের বেলোর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নয় হাজার ৩৩৫ জন মার্কিনীর ওপর একবছর ধরে গবেষণা করে জেনেছেন, কেউ যদি রোগা হতে চায় তবে চিকন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এতে করে যে কারও রোগা হওয়ার ইচ্ছা বাড়বে। পাশাপাশি খাবারেও লাগাম দিতে পারবে। বন্ধু মোটা হলে নিজেও মোটা হবে। Ñআজকাল রাতে বিয়ে নিষিদ্ধ কেনিয়ার মোম্বাসার উপকূলীয় অঞ্চলে রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অঞ্চলটিতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রধারী চক্রের হামলা বেড়ে যাওয়ায় অতিথিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা পাঁচদিনব্যাপী হয়। অনেক অনুষ্ঠান গভীররাত পর্যন্ত হয়ে থাকে। নিষেধাজ্ঞা কার্যকর করতে বিয়ের অনুষ্ঠান রাত দশটার মধ্যে শেষ করতে হবে। বেশিরাত পর্যন্ত অনুষ্ঠান চালালে পুলিশের অনুমোদন ও প্রোটেকশনের জন্য ফি দিতে হবে। Ñবিবিসি
×