ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিতর্কিত বক্তব্যের জন্য ট্রাম্পের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৫, ২০ আগস্ট ২০১৬

বিতর্কিত বক্তব্যের  জন্য ট্রাম্পের দুঃখ প্রকাশ

বিভিন্ন সময়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনার শার্লটে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় ট্রাম্প স্বীকার করেন যে, এই প্রতিযোগিতায় নেমে তিনি বিভিন্ন সময়ে কিছু ভুল করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ট্রাম্প বলেন, ‘বিতর্ক যখন খুব উত্তপ্ত অবস্থায় থাকে এবং এক সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয় তখন একজনের পক্ষে সঠিক শব্দ চয়ন করাই কঠিন এবং তার ভুল হতে পারে এবং আমি তাই করেছি। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন আমার কথায় কেউ ব্যক্তিগতভাবে দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ শার্লটে দেয়া লিখিত বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এতগুলো ইস্যু ছিল যে এগুলো আত্মস্থ করাই ছিল কঠিন। তবে আমি আপনাদের কথা দিচ্ছি এখন থেকে আমি সব সময় সত্য কথা বলব।’ রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর এই বক্তব্য থেকে তার প্রচার কৌশলে পরিবর্তন আসার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। নির্বাচনী মনোনয়ন দৌড়ে নামার পর থেকেই নানা রকম বিতর্কিত মন্তব্য ও কর্মকা-ের জন্য তিনি নিজ দলের মধ্যেই যথেষ্ট সমালোচনার পাত্র হয়ে উঠেছিলেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প নর্থ ক্যারোলিনায় নির্বাচনী বিজ্ঞাপন বাবদ ৫০ লাখ ডলার বিনিয়োগের উদ্যোগ নেন। হোয়াইট হাউসে প্রবেশ করতে হলে যেসব অঙ্গরাজ্যে জয় পাওয়া জরুরী তার মধ্যে এই রাজ্য অন্যতম। এছাড়া তিনি এদিন রক্ষণশীল মিডিয়া নির্বাহী স্টেফান ব্যাননকে ক্যাম্পেন টিমের প্রধান হিসেবে নিয়োগ দেন। ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, ওহাইও ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আগামী ১০ দিনের জন্য টেলিভিশনে নির্বাচনী বিজ্ঞাপন বুক করেছেন ট্রাম্প।
×