ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১০ বছর কারাদণ্ড হচ্ছে ব্রিটিশ ধর্মীয় নেতা আনজাম চৌধুরীর

প্রকাশিত: ০৪:০১, ১৮ আগস্ট ২০১৬

১০ বছর কারাদণ্ড হচ্ছে ব্রিটিশ ধর্মীয় নেতা আনজাম চৌধুরীর

আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন ও তরুণদের তাতে যোগদিতে উদ্বুদ্ধ করার দায়ে ব্রিটেনের ধর্মপ্রচারক আনজাম চৌধুরীকে মঙ্গলবার কারা দ-াদেশ দিয়েছে দেশটির একটি আদালত। তিনি ২০১৪ সাল থেকে আটক আছেন। আনজাম চৌধুরীর ১০ বছর কারাদ- হতে পারে। আনজাম আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ করেছেন, ওল্ড বেইলিতে অবস্থিত আদালতের জুরিরা একথা বলার পর আদালত তাকে কারাদ- দেয়। ৪৯ বছর বয়স্ক পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনজাম চৌধুরী হয়ে উঠেছিলেন ব্রিটিশ তরুণ-তরুণীদের ধর্মীয় গুরু। ভারতীয় উপমহাদেশসহ ব্রিটিশ ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ২০১৩ সালে ব্রিটিশ সেনা সদস্য লি রাগবির হত্যাকারীদের একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানা গেছে। মাইকেল আদেবোলাজো জঙ্গী ওমর বাকরি মোহাম্মদের সঙ্গে আনজামও ইউটিউবে ব্রিটিশ তরুণদের আইএসকে সমর্থন করতে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে। এই মামলায় আনজামের সঙ্গে অভিযুক্ত হয়েছেন মোহাম্মদ রহমান নামে ৩৩ বছর বয়সী আরেক ব্যক্তি। তারা উভয়ই আইএসের প্রধান আবু বাকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। -গার্ডিয়ান
×