ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের বিস্ময় বোল্ট

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ আগস্ট ২০১৬

বিশ্বের বিস্ময় বোল্ট

‘কেউ কেউ বলে আমি অমর হতে পারি। আরও দুটি পদক জেতা বাকি। এরপর আমি অবসরে যেতে পারি, অমর হয়ে।’ অলিম্পিকের ট্র্যাকে ব্যক্তিগত ইভেন্টে এর আগে টানা তিনটি সোনা জিততে পারেনি কোন অ্যাথলেট। ২০০৮ সালে বেজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে জয়ী বোল্টের অলিম্পিক সোনা হলো ৭টি। এই আসরে ২০০ আর ৪*১০০ মিটারের সোনা জিতলে হবে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’। রিও গেমসের দশম দিনে সোমবার বাংলাদেশ সময় সকাল সাতটা ২৫ মিনিটে আসরের সবচেয়ে প্রতীক্ষিত ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট জিতে ইতিহাস গড়ে বোল্ট জানালেন মনের ভাবনা। রিও ডি জেনিরোর এই আসর হতে যাচ্ছে ২৯ বছর বয়সী বোল্টের শেষ অলিম্পিক। সূত্র : ইন্টারনেট
×