ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাড়তি ওজনবাহী যান মহাসড়ক রক্ষায় সহযোগিতা চান চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রকাশিত: ০৫:৪০, ১৫ আগস্ট ২০১৬

বাড়তি ওজনবাহী যান মহাসড়ক রক্ষায় সহযোগিতা চান  চট্টগ্রাম জেলা  প্রশাসক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যান চলাচলের ফলে সৃষ্ট ক্ষতি রুখতে পরিবহন শ্রমিক-মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহাসড়কে যানবাহনের ওজন নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত ওজনবাহী যান চলাচলের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এটি আমাদের স্বপ্নের সড়ক। এ মহাসড়কের ফলেই এখন আমরা মাত্র ৪-৫ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসতে পারি। তাই সড়কটি রক্ষায় আমাদের সবার এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে সবার আগে পরিবহন শ্রমিক-মালিকদের এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতা, সড়ক বিভাগ, বিআরটিএ’র কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
×