ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ আগস্ট ২০১৬

অন্যরকম

‘খুদে সুষমা’র প্রশংসায় পরনে হাল্কা বেগুনি শাড়ি। তার উপর জ্যাকেট। ঠিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যেমনটি পরেন। কিন্তু এই পোশাকে যাকে দেখা গেল তাকে খুদে সুষমা বলা যায়। আর তার পোশাকের প্রশংসা করলেন খোদ সুষমা। ক্ষুদে এই সুষমার আসল নাম রিয়া। এক পোশাক প্রতিযোগিতায় সে দেশের নেত্রী সেজেছিল। রিয়ার বাবা রাজেশ শর্মা এ ছবি টুইট করেন সুষমাকে। আর তাতে তার প্রতিক্রিয়া, রিয়ার জ্যাকেটটা তার খুব পছন্দ হয়েছে। -ওয়েবসাইট সোনা নয়, শুধুই বই! মালয়ালিদের সোনাপ্রীতি নাকি প্রবল। বিয়েতে যৌতুক হিসেবে সোনা চাওয়ার চল রয়েছে তাদের মধ্যে। কিন্তু ভারতের কেরলের মালাপ্পুরমের মেয়ে সহলা নেচিইল বিয়েতে মোহর হিসেবে পাত্রপক্ষের কাছে সোনা-গহনার বদলে দাবি করেছে ৫০টি বই। তিনি এমন দাবির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের কাছে একটা বার্তা দিতে চেয়েছেন। তিনি বলেছেন, মালাপ্পুরমের মুসলিমদের দেখাতে চাই, দু’ তরফের মধ্য সোনা-গহনার পরিমাণ নিয়ে দরকষাকষি ছাড়াই বিয়ে হতে পারে। -এবিপি আনন্দ
×