ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মসুলে আইএস অবস্থানে কুর্দী বাহিনীর হামলা

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ আগস্ট ২০১৬

মসুলে আইএস অবস্থানে কুর্দী বাহিনীর  হামলা

ইরাকে উত্তরে মসুল শহরের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলো লক্ষ্য করে হামলা শুরু করেছে কুর্দীদের পেশমেরগা বাহিনী। রবিবার ভোরে শুরু হওয়া পেশমেরগার এ অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন এক কুর্দী কর্মকর্তা। আইএসের দখলকৃত শহরগুলোর মধ্যে মসুল বৃহত্তম। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরের শহরটিকে নিজেদের প্রধান কেন্দ্র বা রাজধানী হিসেবে ব্যবহার করে জঙ্গীগোষ্ঠীটি। -ওয়েবসাইট
×