ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের আন্তর্জাতিক তদন্ত চান গুলেন

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ আগস্ট ২০১৬

তুরস্কে ব্যর্থ  অভ্যুত্থানের আন্তর্জাতিক তদন্ত চান গুলেন

যুক্তরাষ্ট্রভিত্তিক তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। ওই অভ্যুত্থানের জন্য তাকে দায়ী করে আঙ্কারা তার প্রত্যার্পণ চাইছে। ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে যে কোন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। খবর এএফপির। গুলেন ফরাসী দৈনিক লা মুঁদের শনিবারের সংখ্যায় এক লেখায় তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেছেন, আমি এ অভ্যুত্থান প্রচেষ্টার এক নিরপেক্ষ আন্তর্জাতিক কমিশনের তদন্তের জন্য আহ্বান জানাচ্ছি। পেনসিলভেনিয়াভিত্তিক ধর্মীয় নেতা লিখেছেন, এ তদন্তে তিনি তার সম্পূর্ণ সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগও প্রমাণিত হয় তা হলে কঠিনতম শাস্তির মোকাবেলার জন্য অবশ্য তুরস্কে ফিরে যাব। এরদোগানের এক সময়ের সহযোগী থেকে প্রধান শত্রুতে পরিণত হওয়া ৭৫ বছর বয়স্ক গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তিনি তার ও তার হিজমেত আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দেন। হিজমেত বেশ কিছুসংখ্যক বেসরকারী স্কুল, ব্যবসা ও এক মিডিয়ার নেটওয়ার্ক পরিচালনা করে।
×